Photo Gallery: ফের দুর্যোগের ভ্রূকুটির মুখে বন্যা বিধ্বস্ত আরামবাগ ও ঘাটাল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
সৈকত দাস |
Sep 25, 2021 | 4:59 PM
Flood: প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী তিন দিন প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বন্যা বিধ্বস্ত জেলাগুলিতে পরিদর্শনে এলেন কেন্দ্রের প্রতিনিধি দল।
1 / 5
প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী তিন দিন প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বন্যা বিধ্বস্ত জেলাগুলিতে পরিদর্শনে এলেন কেন্দ্রের প্রতিনিধি দল। রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল। শনিবারই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রের ছয় সদস্যের প্রতিনিধিদল।
2 / 5
হুগলির আরামবাগ, থেকে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা কবলিত এলাকায় যান তাঁরা। এদিন বন্যা পরবর্তী পর্যায়ে খানাকুলের রূপনারায়ণের নদী বাঁধ পরিদর্শন করলেন ২ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। পর পর দুটি বন্যার সম্মুখীন হয়েছে খানাকুলে আবারও বন্যার ভ্রূকুটি। রূপনারায়ণের বাঁধ ভেঙে যাওয়ায় দুটি বাঁধের কাজে হাত লাগিয়েছে সেচ দফতর। ধান্যঘোরী গ্রাম পঞ্চায়েতের মাইতি পাড়া ও পাত্র পাড়ার দুটি বাধ পরিদর্শন করে প্রতিনিধিদল। তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তাঁরা।
3 / 5
খানাকুলের নদীবাঁধগুলির অবস্থা কী, তাদের হাল হকিকত কেমন, কী অবস্থায় দাঁড়িয়ে আছে বাঁধগুলি তা খতিয়ে দেখতে এক ঝটিকা সফরে পরিদর্শনে এলেন তিন সদস্যের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার খানাকুলের ধান্যঘোড়ির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা জেলেপাড়া, পাত্র পাড়া, মাইতিপাড়া সহ বিভিন্ন এলাকায় হাজির হয়েছিলেন তাঁরা। তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন আরামবাগের এস ডি ও হাসিন জাহেরা রিজভী, আরামবাগের এস ডিপিও অভিষেক মণ্ডল, হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ঐশ্বর্য সাগর, আরামবাগের আই সি বরুণ কুমার ঘোষ সহ একাধিক আধিকারিক।
4 / 5
বৃষ্টির আশঙ্কায় চিন্তিত ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুরের মানুষ (ফাইল ছবি)
5 / 5
সম্প্রতি সেচ মন্ত্রী সৌমেন মহাপত্রের নেতৃত্বে সেই কমিটির সদস্যরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য কথা বলে এসেছিলেন। মনে করা হচ্ছে, সে কারণেই আজ কেন্দ্রীয় একটি দল ঘাটাল মহকুমা পরিদর্শনে এলেন। যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি প্রতিনিধি দলের সদস্যরা।