‘খোকা এল মাছ ধরতে…’, ডুয়ার্সের নদীতে মাছ ধরলেন ‘রঘু ডাকাত’ দেব

পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি রঘু ডাকাত। এই মুহূর্তে এই ছবির প্রচারেই দারুণ ব্য়স্ত দেব ও ছবির গোটা টিম। বাংলার নানা প্রান্তে বাসে চড়ে রঘু ডাকাত পৌঁছে যাচ্ছে।

|

Sep 08, 2025 | 8:08 PM

1 / 8
 পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি রঘু ডাকাত। এই মুহূর্তে এই ছবির প্রচারেই দারুণ ব্য়স্ত দেব ও ছবির গোটা টিম। বাংলার নানা প্রান্তে বাসে চড়ে রঘু ডাকাত পৌঁছে যাচ্ছে। Photo: Facebook

পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি রঘু ডাকাত। এই মুহূর্তে এই ছবির প্রচারেই দারুণ ব্য়স্ত দেব ও ছবির গোটা টিম। বাংলার নানা প্রান্তে বাসে চড়ে রঘু ডাকাত পৌঁছে যাচ্ছে। Photo: Facebook

2 / 8
 মালদা, বালুরঘাট হয়ে রঘু ডাকাত টিম পৌঁছে গিয়েছে মালবাজারের ওদলাবাড়িতে। সেখানেই প্রচারের ফাঁকে দেব, সোহিনী, ইধিকারা পৌঁছে গেলেন ঘিস নদীর তীরে।  Photo: Facebook

মালদা, বালুরঘাট হয়ে রঘু ডাকাত টিম পৌঁছে গিয়েছে মালবাজারের ওদলাবাড়িতে। সেখানেই প্রচারের ফাঁকে দেব, সোহিনী, ইধিকারা পৌঁছে গেলেন ঘিস নদীর তীরে। Photo: Facebook

3 / 8
 পাহাড়ি নদীতে সুযোগ পেয়েই মাছ ধরতে শুরু করলেন দেব, সোহিনী ও ইধিকা। Photo: Facebook

পাহাড়ি নদীতে সুযোগ পেয়েই মাছ ধরতে শুরু করলেন দেব, সোহিনী ও ইধিকা। Photo: Facebook

4 / 8
জাল ছড়িয়ে সুপারস্টারের নতুন অবতার দেখল সবাই। দেবকে দেখতে নদীর তীরে অনুরাগীদের ভিড়। Photo: Facebook

জাল ছড়িয়ে সুপারস্টারের নতুন অবতার দেখল সবাই। দেবকে দেখতে নদীর তীরে অনুরাগীদের ভিড়। Photo: Facebook

5 / 8
 রঘু ডাকাত একটি মাল্টি স্টারার সিনেমা। এই ছবিতে দেব ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য যেমন রয়েছেন, তেমন দেখা যাবে ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ওম , পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। Photo: Facebook

রঘু ডাকাত একটি মাল্টি স্টারার সিনেমা। এই ছবিতে দেব ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য যেমন রয়েছেন, তেমন দেখা যাবে ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ওম , পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। Photo: Facebook

6 / 8
 এবার টলিপাড়ায় শুরু হল এক অভিনব উদ্যোগ। মেগাস্টার দেব কেবল দর্শকদের বিনোদন দিয়েই থামতে নারাজ, বর্তনাম ট্রেন্ডকে মাথায় রেখেই এবার রঘু ডাকাত ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হতে চলেছে আরও বৃহৎ আকারে বৃহৎ পরিসরে, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। আর এই ট্রেলার লঞ্চ দেখতে পকেটের কড়ি খরচ করতে হবে ভক্তদের। Photo: Facebook

এবার টলিপাড়ায় শুরু হল এক অভিনব উদ্যোগ। মেগাস্টার দেব কেবল দর্শকদের বিনোদন দিয়েই থামতে নারাজ, বর্তনাম ট্রেন্ডকে মাথায় রেখেই এবার রঘু ডাকাত ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হতে চলেছে আরও বৃহৎ আকারে বৃহৎ পরিসরে, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। আর এই ট্রেলার লঞ্চ দেখতে পকেটের কড়ি খরচ করতে হবে ভক্তদের। Photo: Facebook

7 / 8
ওদলাবাড়ি একটি বেসরকারি রিসোর্টে কেক কাটলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন।অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন । Photo: Facebook

ওদলাবাড়ি একটি বেসরকারি রিসোর্টে কেক কাটলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন।অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন । Photo: Facebook

8 / 8
"রঘু ডাকাত" সিনেমা প্রচারে ডুয়ার্সে এসে রীতিমতো  খোস মেজাজে অভিনেতা অভিনেত্রীরা।নদীতে মাছ ধরার আনন্দ উপভোগ করার পাশাপাশি এদিন মন্দিরে পুজো দেন তারা। Photo: Facebook

"রঘু ডাকাত" সিনেমা প্রচারে ডুয়ার্সে এসে রীতিমতো খোস মেজাজে অভিনেতা অভিনেত্রীরা।নদীতে মাছ ধরার আনন্দ উপভোগ করার পাশাপাশি এদিন মন্দিরে পুজো দেন তারা। Photo: Facebook