কফি উইথ করণ শো নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হল না। তবে সব থেকে বেশি যা সকলের নজর কেড়েছে আটতম সিজ়নে তা হল করণ জোহরের বোল্ড উপস্থাপনা।
বারবার কটাক্ষের শিকার হওয়া করণ জোহর এবার নিজে মুখে সমস্ত ট্রোল দর্শক দরবারে এনে হাজির করলেন। একের পর এক কমেন্ট সেখানে ভাইরাল হতে দেখা যায়।
কখনও তিনি উল্লেখ করেন তাঁর যৌন অভিমুখ নিয়ে ব্যঙ্গ প্রসঙ্গ, কখনও আবার তিনি নিজেই স্বজন পোষন প্রসঙ্গে সরব হয়েছিলেন। তবে একাধিকবার শোয়ে সঞ্চালনা করতে এসে অন্যস্বাদের অভিজ্ঞতা হয় করণ জোহরের।
প্রসঙ্গত করণ জোহর প্রথম থেকেই, একের পর এক শো যখন চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়, ঠিক তখনই করণ জোহরকে বারবার কটাক্ষের শিকার হতে হয়।
করণ জোহর মোটা টাকা আয় করেন এই রিয়্যালিটি টক শো থেকে। যেখানে এপিসোড পিছু তিনি নিয়ে থাকেন ১ থেকে ২ কোটি টাকা।
এখানেই শেষ নয়, বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও প্রযোজকের আয় নেহাতই কম নয়। রয়েছে মোটা টাকা। তিনি মোট কত কোটির মালিক জানেন?
তাঁর সম্পত্তি মোট ১৫০২ কোটি টাকার। ধর্ম প্রযোজনা সংস্থার মোট সম্পত্তি হল ৩০০০ কোটি টাকা। করণ বর্তমানে ৩২ কোটির একটি বাংলোতে থাকেন।
পাইপলাইনে একগুচ্ছের ছবি। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় করণের সেই সমস্ত ছবির খবর। ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে রকি অউর রানি কি প্রেম কাহিনি এক কথায় হিট।