Sawan Somwar 2024: জলাভিষেকের পাত্র কখনও খালি রাখা উচিত নয়, শ্রাবণের তৃতীয় সোমবারে কাকে আগে জল অর্পণ করবেন?

Aug 05, 2024 | 5:40 PM

Shivling Jalabhishek: সাধারণত সারাদিন উপবাস রেখে, সন্ধ্যের সময় বাবার মাথায় জল ঢেলে শ্রাবণ সোমবারের উপবাস ভঙ্গ করেন। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে, শবন মাসের তৃতীয় সোমবার পুজোর শুভ সময়, জলাভিষেক করার সঠিক পদ্ধতি ও জলাভিষেক করার পর কী কী প্রতিকারগুলি যথাযথভাবে পালন করা উচিত, তাতে ভক্তের জীবন থেকে ধন-সম্পত্তি সংক্রান্ত সমস্যা দূর হয় বলে মনে করা হয়।

1 / 9
শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ। সনাতন ধর্মে এদিন পার্বতী ও শিব, উভয়েরই উপাসনা করার রীতি রয়েছে। এই পবিত্র মাসে, শিবের আরাধনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। অন্যদিকে শ্রাবণ মাসের সোমবারগুলির রয়েছে বিশেষ গুরুত্ব। কথিত আছে, এদিন শিবকে জলাভিষেক, রুদ্রাভিষেক করা হলে তার ফল পাওয়া যায় দ্বিগুণ।

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ। সনাতন ধর্মে এদিন পার্বতী ও শিব, উভয়েরই উপাসনা করার রীতি রয়েছে। এই পবিত্র মাসে, শিবের আরাধনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। অন্যদিকে শ্রাবণ মাসের সোমবারগুলির রয়েছে বিশেষ গুরুত্ব। কথিত আছে, এদিন শিবকে জলাভিষেক, রুদ্রাভিষেক করা হলে তার ফল পাওয়া যায় দ্বিগুণ।

2 / 9
আগামী ২৯ জুলাই থেকেই শুরু হয়েছে শিবের মাস। কথিত আছে, এই মাসে মহাদেব সৃষ্টি ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাই এই গোটা মাসে শিবের আশীর্বাদ পেতে পুজো, ব্রত , উপবাস পালন করা হয়ে থাকে। শুধু তাই নয়, এই দিনে পূর্ণ ভক্তি সহকারে পূজা করলে জীবনের পাপ নাশ হয়, মোক্ষ লাভের আশীর্বাদ পাওয়া যায়।

আগামী ২৯ জুলাই থেকেই শুরু হয়েছে শিবের মাস। কথিত আছে, এই মাসে মহাদেব সৃষ্টি ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তাই এই গোটা মাসে শিবের আশীর্বাদ পেতে পুজো, ব্রত , উপবাস পালন করা হয়ে থাকে। শুধু তাই নয়, এই দিনে পূর্ণ ভক্তি সহকারে পূজা করলে জীবনের পাপ নাশ হয়, মোক্ষ লাভের আশীর্বাদ পাওয়া যায়।

3 / 9
সাধারণত সারাদিন উপবাস রেখে, সন্ধ্যের সময় বাবার মাথায় জল ঢেলে শ্রাবণ সোমবারের উপবাস ভঙ্গ করেন। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে, শবন মাসের তৃতীয় সোমবার পুজোর শুভ সময়, জলাভিষেক করার সঠিক পদ্ধতি ও জলাভিষেক করার পর কী কী প্রতিকারগুলি যথাযথভাবে পালন করা উচিত, তাতে ভক্তের জীবন থেকে ধন-সম্পত্তি সংক্রান্ত সমস্যা দূর হয় বলে মনে করা হয়।

সাধারণত সারাদিন উপবাস রেখে, সন্ধ্যের সময় বাবার মাথায় জল ঢেলে শ্রাবণ সোমবারের উপবাস ভঙ্গ করেন। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে, শবন মাসের তৃতীয় সোমবার পুজোর শুভ সময়, জলাভিষেক করার সঠিক পদ্ধতি ও জলাভিষেক করার পর কী কী প্রতিকারগুলি যথাযথভাবে পালন করা উচিত, তাতে ভক্তের জীবন থেকে ধন-সম্পত্তি সংক্রান্ত সমস্যা দূর হয় বলে মনে করা হয়।

4 / 9
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে শবন শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। ফলে এদিন কোনও মহিলা ভক্তরা শ্রাবণ সোমবার উপবাস পালন করে, দেবী পার্বতীর পুজো করলে অগাধ সৌভাগ্য লাভ করেন। এদিন অবিবাহিতরা পুজো ও উপবাস করলে সবচেয়ে বেশি ফল লাভ করেন। আশীর্বাদে পরিপূর্ণ হতে পারেন।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে শবন শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। ফলে এদিন কোনও মহিলা ভক্তরা শ্রাবণ সোমবার উপবাস পালন করে, দেবী পার্বতীর পুজো করলে অগাধ সৌভাগ্য লাভ করেন। এদিন অবিবাহিতরা পুজো ও উপবাস করলে সবচেয়ে বেশি ফল লাভ করেন। আশীর্বাদে পরিপূর্ণ হতে পারেন।

5 / 9
শ্রাবণ সোমবারের প্রথম মুহূর্ত হল ভোর ৪টে ২০ মিনিট শুরু হয়েছে, শেষ হয়েছে ৫টা ৩ মিনিটে। দ্বিতীয় মুহূর্ত শুরু হয়েছে দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৫৪ মিনিট পর্যন্ত। তৃতীয় মুহূর্ত শুরু হয়েছে বেলা ১টা ৩৮ মিনিট থেকে। শেষ হয়েছে ৩টে ২১ মিনিটে। এরপর সবচেয়ে শুভ মুহূর্ত, গোধূলি মুহূর্ত শুরু হবে সন্ধ্যে ৭টা ৯ মিনিট থেকে। শেষ হবে ৭টা ৩০ মিনিটে।

শ্রাবণ সোমবারের প্রথম মুহূর্ত হল ভোর ৪টে ২০ মিনিট শুরু হয়েছে, শেষ হয়েছে ৫টা ৩ মিনিটে। দ্বিতীয় মুহূর্ত শুরু হয়েছে দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৫৪ মিনিট পর্যন্ত। তৃতীয় মুহূর্ত শুরু হয়েছে বেলা ১টা ৩৮ মিনিট থেকে। শেষ হয়েছে ৩টে ২১ মিনিটে। এরপর সবচেয়ে শুভ মুহূর্ত, গোধূলি মুহূর্ত শুরু হবে সন্ধ্যে ৭টা ৯ মিনিট থেকে। শেষ হবে ৭টা ৩০ মিনিটে।

6 / 9
ভোলেবাবাকে জলাভিষেক করার সঠিক পদ্ধতি জানেন না অনেকেই। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবমন্দিরের গিয়ে মহাদেব ও পার্বতীর পুজো করা উচিত। এরপর জল, দুধ, মধু, ঘি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এদিন শিবলিঙ্গে সাদা চন্দন লেপে দিতে পারেন। এরপর ৩ বা ৫ পাতা যুক্ত বেলপাতা অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি একবার, তিনবার ও পাঁচবার জপতে পারেন।  এই মন্ত্র জপলে মানসিক শান্তি পাওয়া যায়। প্রসন্ন হন মহাদেবও।

ভোলেবাবাকে জলাভিষেক করার সঠিক পদ্ধতি জানেন না অনেকেই। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবমন্দিরের গিয়ে মহাদেব ও পার্বতীর পুজো করা উচিত। এরপর জল, দুধ, মধু, ঘি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এদিন শিবলিঙ্গে সাদা চন্দন লেপে দিতে পারেন। এরপর ৩ বা ৫ পাতা যুক্ত বেলপাতা অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি একবার, তিনবার ও পাঁচবার জপতে পারেন। এই মন্ত্র জপলে মানসিক শান্তি পাওয়া যায়। প্রসন্ন হন মহাদেবও।

7 / 9
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শিব মন্দিরে জলাভিষেক করার পরে, জলের পাত্রটি কখনওই খালি ঘরে আনা উচিত নয়। শিবলিঙ্গের উপর রাখা কিছু লতা পাতা, একটি বা দুটি ফুল বা কয়েক ফোঁটা জল ভগবান শিবের উপরে রাখতে ভুলবেন না। তবে জলাভিষেক পাত্রটি কখনওই খালি ঘরে আনবেন না।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শিব মন্দিরে জলাভিষেক করার পরে, জলের পাত্রটি কখনওই খালি ঘরে আনা উচিত নয়। শিবলিঙ্গের উপর রাখা কিছু লতা পাতা, একটি বা দুটি ফুল বা কয়েক ফোঁটা জল ভগবান শিবের উপরে রাখতে ভুলবেন না। তবে জলাভিষেক পাত্রটি কখনওই খালি ঘরে আনবেন না।

8 / 9
ভোলেনাথের জলাভিষেক করার পর শিবলিঙ্গে জল অর্পণ করুন। হাতের তিনটি আঙুল দিয়ে জল স্পর্শ করে সবার আগে মহাদেবের ত্রিশূলে অভিষেক করুন। এরপরে,ওই জল বাড়িতে নিয়ে আসুন। বাড়ির সবচেয়ে পবিত্র ও শুভ স্থানে ছিটিয়ে দিন।

ভোলেনাথের জলাভিষেক করার পর শিবলিঙ্গে জল অর্পণ করুন। হাতের তিনটি আঙুল দিয়ে জল স্পর্শ করে সবার আগে মহাদেবের ত্রিশূলে অভিষেক করুন। এরপরে,ওই জল বাড়িতে নিয়ে আসুন। বাড়ির সবচেয়ে পবিত্র ও শুভ স্থানে ছিটিয়ে দিন।

9 / 9
মনে করা হয়, এমনটা করলে বাড়ির সদস্যদের খ্যাতি ও সুনাম, সম্পদ বৃদ্ধি হবে তরতরিয়ে। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার পালন করলে দিন দিন সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও জীবনের অনেক সমস্যা দূর হয়।

মনে করা হয়, এমনটা করলে বাড়ির সদস্যদের খ্যাতি ও সুনাম, সম্পদ বৃদ্ধি হবে তরতরিয়ে। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার পালন করলে দিন দিন সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও জীবনের অনেক সমস্যা দূর হয়।

Next Photo Gallery