মহাশিবরাত্রির উপোস শেষে প্রথমে অবশ্যই খান এই চার ফল
Mahashivratri Fasting: আজ মহাশিবরাত্রি। দেশজুড়ে ব্যাপকভাবে পালিত হচ্ছে এই উৎসব। শিব ভক্তদের উপবাস শুরু হয়ে গিয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে উপবাস করলে মনস্কামনা পূরণ হয়। কিন্তু এদিন আপনাকে এই চার ফল খেতেই হবে।
1 / 8
আজ মহাশিবরাত্রি। দেশজুড়ে ব্যাপকভাবে পালিত হচ্ছে এই উৎসব। শিব ভক্তদের উপবাস শুরু হয়ে গিয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনে উপবাস করলে মনস্কামনা পূরণ হয়। কিন্তু এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কী বলছেন?
2 / 8
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উপবাস স্বাস্থ্যের জন্য উপকারী। তবে তা যদি সঠিক নিয়মে করা যায়, তাহলেই। তাই স্বাস্থ্যের প্রতি গাফিলতি দেখিয়ে কোনও মতেই উপোস করা উচিত নয়।
3 / 8
ফলে তাদের মতে, উপবাসে ফল খাওয়া যেতে পারে। ফল খেলে শরীরের এনার্জি থাকে। এমনকী শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়।
4 / 8
কলা, কমলা, আপেল ও আঙুরের মতো ফল খেতে পারেন। তবে যদি মনে করেন জল ঢালার আগে কিছুই খাবেন না। তাহলে জল ঢেলে সঙ্গে সঙ্গে এই চারটি ফল খান।
5 / 8
অনেকে উপোস শেষ করেই সাবু দানা মাখা খেয়ে ফেলেন। তা বরং আরওই ভাল। সারাদিন পরে একদম খালি পেটে ফল না খেয়ে সাবুর সঙ্গে এই চার ফলকে মিশিয়ে দিয়ে খেতে পারেন।
6 / 8
মহাশিবরাত্রির উপবাসে যাতে দুর্বল না হয়ে পড়েন, তার জন্য ফলের রস পান করতে পারেন। ফলের রস খেলে আপনার শরীর সারাদিন সচল থাকবে। এর পাশাপাশি তা শরীরকে হাইড্রেটেড রাখতেও কাজ করে।
7 / 8
এছাড়া নারকেলের জলও পান করতে পারেন। ভিটামিন, মিনারেল এবং ফাইবার পেতে খাদ্যতালিকায় বাদাম, কাজু, কিশমিশ রাখতে পারেন।
8 / 8
ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমানে পুষ্টি উপাদান থাকে। ফলে এগুলো খেলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে। আপনি দুর্বল বোধ করবেন না। আপনি চাইলে মাখনও খেতে পারেন।