বাড়ি বিক্রির চাপ, দরজায় রাতের পর রাত টোকা, ভয়ে লুকিয়ে অমিতাভ

Amitabh Bachchan Struggle: তবুও অমিতাভ বচ্চন লড়াই থামাননি। সকলের কাছে ধার করে করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। রাতারাতি সমস্ত সম্মান ধূলোয় মিশে গিয়েছিল।

Jan 03, 2024 | 4:47 PM

1 / 8
অমিতাভ বচ্চন। কেরিয়ারে অনেক ওঠা পড়ার সাক্ষী থেকেছেন তিনি। কঠিন লড়াই ছাড়া যে সাফল্য অসম্ভপব, তা তিনি বারে বারে ভক্তদের বলেছেন।

অমিতাভ বচ্চন। কেরিয়ারে অনেক ওঠা পড়ার সাক্ষী থেকেছেন তিনি। কঠিন লড়াই ছাড়া যে সাফল্য অসম্ভপব, তা তিনি বারে বারে ভক্তদের বলেছেন।

2 / 8
কেরিয়ার যখন তাঁর মধ্য গগণে, ঠিক সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের প্রযোজনা সংস্থা খুলবেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।

কেরিয়ার যখন তাঁর মধ্য গগণে, ঠিক সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের প্রযোজনা সংস্থা খুলবেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।

3 / 8
নিজের সবটা উজাড় করে ঢেলে দিয়েছিলেন তিনি। সঞ্চয় একেবারে শূণ্যে গিয়ে পৌঁছে যায়। অভিষেক বচ্চনের লেখা পড়াও প্রায় বন্ধ হয়ে যায়।

নিজের সবটা উজাড় করে ঢেলে দিয়েছিলেন তিনি। সঞ্চয় একেবারে শূণ্যে গিয়ে পৌঁছে যায়। অভিষেক বচ্চনের লেখা পড়াও প্রায় বন্ধ হয়ে যায়।

4 / 8
তবুও অমিতাভ বচ্চন লড়াই থামাননি। সকলের কাছে ধার করে করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। রাতারাতি সমস্ত সম্মান ধূলোয় মিশে গিয়েছিল।

তবুও অমিতাভ বচ্চন লড়াই থামাননি। সকলের কাছে ধার করে করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। রাতারাতি সমস্ত সম্মান ধূলোয় মিশে গিয়েছিল।

5 / 8
তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না, সবটা আরও কী করে তিনি ঠিক করবেন। ব্যাঙ্কে তখন শূণ্য টাকা পড়ে। বাড়ি বয়ে এসে সকলেই শুনিয়ে যাচ্ছেন কথা।

তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না, সবটা আরও কী করে তিনি ঠিক করবেন। ব্যাঙ্কে তখন শূণ্য টাকা পড়ে। বাড়ি বয়ে এসে সকলেই শুনিয়ে যাচ্ছেন কথা।

6 / 8
বাড়িতেই মুখ লুকিয়ে বসে থাকতেন তিনি। দরজায় দিন রাত পাওনাদারদের ভিড়। সেই সময় সকলের কাছে সাহায্য চেয়েছিলেন অমিতাভ বচ্চন।

বাড়িতেই মুখ লুকিয়ে বসে থাকতেন তিনি। দরজায় দিন রাত পাওনাদারদের ভিড়। সেই সময় সকলের কাছে সাহায্য চেয়েছিলেন অমিতাভ বচ্চন।

7 / 8
সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিল সোনি এন্টারটেইনমেন্ট। তাঁকে কৌন বনেগা ক্রৌড়পতি রিয়্যালিটি শোয়ের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি হাতে আসে মহব্বতে ছবির প্রস্তাব।

সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিল সোনি এন্টারটেইনমেন্ট। তাঁকে কৌন বনেগা ক্রৌড়পতি রিয়্যালিটি শোয়ের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি হাতে আসে মহব্বতে ছবির প্রস্তাব।

8 / 8
সেই শুরু অমিতাভ বচ্চনের পাল্টা লড়াই। তিনি আজও ভোলেননি সেই সময় তাঁকে বাড়ি বিক্রির জন্য ঠিক কতটা চাপ দেওয়া হয়েছিল।

সেই শুরু অমিতাভ বচ্চনের পাল্টা লড়াই। তিনি আজও ভোলেননি সেই সময় তাঁকে বাড়ি বিক্রির জন্য ঠিক কতটা চাপ দেওয়া হয়েছিল।