শাহরুখের বিয়ে নিয়ে বড় বিপত্তি, বিবিসি-তে বিস্ফোরক কিং খান
Shah Rukh Khan Gossip: শাহরুখ-গৌরী জানতেন রেজিস্ট্রি অফিসে আবেদনপত্র জমা দিলেই রাতারাতি সেই খবর ছড়িয়ে পড়বে। শাহরুখ খানের ক্ষেত্রে অবশ্যই তার ব্যতিক্রম হয়নি। খবর সত্য়ি ছড়িয়ে পড়ে।
1 / 8
শাহরুখ খান ও গৌরী খান। যাঁদের সম্পর্কের শুরুটা মোটেও সুখকর ছিল না। হাজার একটা বাধার মুখে পড়তে হয় তাঁদের। বিয়েটা সম্পূর্ণ গোপনেই করতে চেয়েছিলেন তাঁরা। কেন এমন ঘটে? কী সমস্যা ছিল?
2 / 8
যদিও শাহরুখ-গৌরী জানতেন রেজিস্ট্রি অফিসে আবেদনপত্র জমা দিলেই রাতারাতি সেই খবর ছড়িয়ে পড়বে। শাহরুখ খানের ক্ষেত্রে অবশ্যই তার ব্যতিক্রম হয়নি। খবর সত্য়ি ছড়িয়ে পড়ে।
3 / 8
সেলেবদের বিয়ের খবর সাধারণত চাপা থাকে না। তবে এক্ষেত্রে সমস্যা ছিল আরও গভীর। তা হল ধর্মীয় সমস্যা। পাশাপাশি তখনও শাহরুখ খান প্রতিষ্ঠিত হননি। তাই গৌরীর বাড়ি থেকে রাজিও ছিলেন না কেউ।
4 / 8
শাহরুখ খান জানতেন বাড়ির বাইরের এই নিয়ে অশান্তি হবে, মানুষ পাথর ছুড়বে, সমস্যা দেখা দেবে। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন পরিস্থিতির কথা বলেছিলেন কিং।
5 / 8
হাসতে-হাসতে সেদিনই শাহরুখ খান স্মৃতিতে ফিরেছিলেন, 'আমার তো নিজের কোনও বাড়িই ছিল না। যার বাইরে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো। আমি জানতাম অনেকেই আসবেন প্রতিবাদ করবেন পাথর ছুড়বেন।' এরপর তিনি কী করেন?
6 / 8
তখন শাহরুখ খান কী করেছিলেন জানলে অবাক হবেন। কিং নিজেই বললেন, 'আমি আমার বন্ধুর ঠিকানা দিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রি অফিসে, আমি ভেবেছিলাম আমার বদলে ও(বন্ধু) এটার মুখোমুখি হোক'।
7 / 8
তেমনটাই ঘটেছিল, তিনি বন্ধুর ঠিকানাই দিয়ে দিয়েছিলেন। তারপর যা হওয়ার তাই হয়। শাহরুখ বলেন, 'ও আমাকে ফোন করে জানিয়েছিল যে মানুষ আসছে ওর বাড়ির সামনে পাথর ছুড়ছে।'
8 / 8
যদিও শেষ পর্যন্ত এই বিয়ে আটকে রাখা যায়নি আর বিয়ে হয়ে যাওয়ার পরই গৌরী খানের বাড়ি থেকে সমস্তটা মেনে নেওয়া হয়েছিল। তারপর সবটাই রূপকথার গল্প, আজও তাঁরা সুখে সংসার করছেন। শাহরুখের কথায়, আমি মুসলিম, 'আমার স্ত্রী হিন্দু, আমার সন্তানরা ভারতীয়।'