Money Vastu Tips: আয়ের চেয়ে ব্যয় বাড়ছে তরতরিয়ে! ঘরের এই নিয়মগুলির রদবদল করলেই খেলা শেষ
Vastusashtra: ভাগ্যের ফেরেই মিটছে না অর্থসঙ্কট। এমনটাই বিশ্বাস করেন অধিকাংশ। বাস্তুশাস্ত্র মতে এর সমাধান রয়েছে। যে বাস্তু নিয়মগুলি মেনে চললেই ঘরে বসে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারেন নিমেষের মধ্যে। আর্থিক লাভের জন্য সিঁদুর ভেজানো চাল বা একটি লাল রঙের কাপড়ে জড়িয়ে পার্সে রাখে। এতে সমাধানর সুরাহা মিললেও চাহিদা মেটে না। আর্থিক সুবিধা পেতে চাইলে ঘরের কিছু নিয়মের রদবদল হলেই কেল্লাফতে।
1 / 9
একে মাসের শেষ তারিখ, তার উপর চাহিদা মেটানো হয়েছে দায়। গোটা মাস কঠোর পরিশ্রম করেও মিলছে প্রাপ্য অর্থপ্রাপ্তি। ভাগ্যের খেলায় কেউ পাচ্ছেন লক্ষ লক্ষ টাকা, আবার কেউ কেউ পাচ্ছেন সামান্য কিছু টাকা। আয়ের চেয়ে ব্যয় বাড়ছে দিন দিন। ফলে অর্থ সমস্যা সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।
2 / 9
ভাগ্যের ফেরেই মিটছে না অর্থসঙ্কট। এমনটাই বিশ্বাস করেন অধিকাংশ। বাস্তুশাস্ত্র মতে এর সমাধান রয়েছে। যে বাস্তু নিয়মগুলি মেনে চললেই ঘরে বসে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারেন নিমেষের মধ্যে। আর্থিক লাভের জন্য সিঁদুর ভেজানো চাল বা একটি লাল রঙের কাপড়ে জড়িয়ে পার্সে রাখে। এতে সমাধানর সুরাহা মিললেও চাহিদা মেটে না।
3 / 9
আর্থিক সুবিধা পেতে চাইলে ঘরের কিছু নিয়মের রদবদল হলেই কেল্লাফতে। বাস্তুশাস্ত্র অনুসারে, টাকা-পয়সা সংক্রান্ত বেশ কিছু নিয়মগুলি মেনে চলা উচিত। টাকা-পয়সা সকলের জীবনেই অতিপ্রয়োজন। তাই সেগুলি সঞ্চয় যেমন করা উচিত, তেমনি আসার পথগুলিও খুলে রেখে দেওয়া দরকার।
4 / 9
আলমারির অবস্থান সবসময় সঠিক জায়গায় হওয়া উচিত। আলমারি সবসময় ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে সামান্য সামনের দিকে করে রাখা উচিত। কমপক্ষে এক ইঞ্চি দেওয়াল থেকে দূরে রাখা উচিত। এছাড়া দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম কোণে আলমারি রাখা একেবারেই উচিত নয়। আলমারি এমনভাবে রাখুন, যেন উত্তরদিকে দরজা খোলা যায়।
5 / 9
বাস্তুশাস্ত্র মতে,ঘরের প্রধান দরজা পূর্ব বা উত্তর দিকে থাকা খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, এদিকে দরজা থাকলে সংসার ফুলে-ফেঁপে ওঠে। সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে সারাজীবন। তবে দরজারা সামনে উত্তরদিকে যেন কোনও আসবাবপত্র না থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত।
6 / 9
বাস্তুশাস্ত্র মতে, ঘরের দরজা-জানলা যেন বেশি থাকে। আলো ও বায়ু চলাচলে কোনও অসুবিধা যেন না থাকে। এর জন্য পূর্ব বা উত্তর দিকে একটি ছোট জানলা উরের দিকে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
7 / 9
জীবনে কখনও অর্থের অভাব না থাকে, তার জন্য ব্রাহ্ম মুহূর্ত বা সন্ধ্যের মুখে কখনও অর্থ লেনদেন করা উচিত নয়। এই সময়ে যদি অর্থ লেনদেন না করেন, তাহলে জীবনে কখনও অর্থসঙ্কটের মুখে পড়বেন না। বিশ্বাস করা হয়, ব্রাহ্ম মুহুর্তে বা সন্ধ্র্যের সময় দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।
8 / 9
হাতে টাকা-পয়সা আসার জন্য অনেকে পার্সে ময়ূরের পালক রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, ময়ূরের পালক কখনও পার্সে রাখা উচিত নয়। আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। পার্সে বা মানিব্যাগে ময়ূরের পালক রাখা থাকলে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। এছাড়া ময়ূরের পালক কখনও বন্ধ দরজার সামনে রাখা উচিত নয়। সবসময় খোলা জায়গায় বা ঠাকুরঘরের মধ্যে পালক রাখতে পারেন।
9 / 9
চাহিদামতো অর্থ বৃদ্ধি করতে চাইলে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মীর পুজো করা উচিত। তাতে আয়ের চেয়ে ব্যয়ের পরিস্থিতি তৈরি হয় না। বাড়িতে পজিটিভ শক্তি বজায় থাকে। বৃহস্পতিবার বিষ্ণুর পুজো ও শুক্রবার লক্ষ্মীর আরাধনা করার রীতি রয়েছে সনাতন হিন্দু ধর্মে।