বলিউডে চক্রান্তের শিকার গোবিন্দা, ১৬ কোটি হারিয়ে রাতারাতি…
Govinda: গোবিন্দা একের পর এক ছবি করে গিয়েছেন অভিনয়কে ভালবেসে। বলিউডের মাটি কামড়ে পড়েছিলেন। যদিও তাঁর কেরিয়ারের পিকে অন্য স্টারদের সেভাবে জায়গা করতে দেখা যায়নি গোবিন্দার সমকক্ষ হিসেবে। তাঁর এক ভিন্ন জ্যঁর ছিল। যেখানে গোবিন্দাই সেরা।
1 / 8
গোবিন্দা, বলিউডে একটা সময় রাজত্ব করেছেন তিনি। একের পর এক ছবি হিট। তাঁর সংলাপ, তাঁর অভিনয়, তাঁর নাচ, সবই যেন বিশেষ হয়ে উঠেছিল দর্শক দরবারে।
2 / 8
তবে একটা সময়ের পর গোবিন্দাকে হারিয়ে যেতে দেখা যায়। ২০২১ সালে এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন--'আপনারা আমাকে কোনওদিন অন্যের বিরুদ্ধে মুখ খুলতে দেখবেন না। অথচ অন্যরা আমায় নিয়ে কথা বলতে বেশ পছন্দ করেন।'
3 / 8
গোবিন্দার কথায়, 'আমি কখনই কারও কাজ নিয়ে মন্তব্য করি না, বিচার করি না। কারণ আমি সকলের কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখি, বিনিয়োগকে সম্মান করি।'
4 / 8
তিনি আরও বলে চলেন, 'শেষ ১৪ থেকে ১৫ বছরে, আমি বহু টাকা বিনিয়োগ করেছি। হারিয়েছি ১৬ কোটি টাকা। আমার সঙ্গে খুব খারাপ ব্যবহারও করেছেন এই ইন্ডাস্ট্রির কেউ-কেউ।'
5 / 8
এরপর করেন ভয়ানক দাবি, বলেন, 'আমার ছবি সিনেমাহল রেত না। তাঁরা চেয়েছিল আমার কেরিয়ার শেষ করে দিতে। সেটা সম্ভবপর হয়নি। আমি আবারও শুরু করার জন্য তৈরি।'
6 / 8
এরপর অভিনেতাকে প্রশ্ন করা হয়, তিনি কি বলিউডে চক্রান্তের শিকার? উত্তরে অভিনেতা বলেছিলেন, 'হম, নিশ্চয়ই। কারণ তাঁরা বলেছিল, আপনও পর হয়ে যায়। ভাগ্য যদি তোমার সঙ্গ না দেয়, মানুষও পাল্টে যায়। '
7 / 8
গোবিন্দা যদিও একটা বিষয় বারবার মুখ খুলেছিলেন, তা হল, নেশা ও পেশা এক হয়ে ওঠা। গোবিন্দা একের পর এক ছবি করে গিয়েছেন অভিনয়কে ভালবেসে। বলিউডের মাটি কামড়ে পড়েছিলেন।
8 / 8
যদিও তাঁর কেরিয়ারের পিকে অন্য স্টারদের সেভাবে জায়গা করতে দেখা যায়নি গোবিন্দার সমকক্ষ হিসেবে। তাঁর এক ভিন্ন জ্যঁর ছিল। যেখানে গোবিন্দাই সেরা।