Bangla NewsPhoto gallery Hrithik roshan and sussanne khan's cordial relation and public display of affection gets viral
প্রাক্তন তো কী! সকলের সামনে হৃত্বিককে জাপটে ধরলেন তাঁর এক্স স্ত্রী, নেটিজ়েনরা বললেন, “এখনও সুন্দর লাগে একসঙ্গে…”
Hrithik-Sussanne: মুম্বইয়ের একটি গয়না প্রদর্শনীতে হাজির ছিলেন তাঁরা। প্রথমে পৌঁছে গিয়েছিলেন সুজ়ানই। তারপর আসেন হৃত্বিক। হৃত্বিককে দেখে কি এড়িয়ে গেলেন সুজ়ান। একেবারেই না। বরং সবাইকে ভুলে তাঁকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গনের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাঁদের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন অনেকে। কেউ বলছেন, তাঁদের একসঙ্গে সুন্দর দেখতে লাগে।