Toy Train: টয় টেনের লোগোর স্বত্ব চেয়ে আবেদন কেন্দ্রীয় সরকারের
toy train, darjeeling,দুটি লোগোই এক শতাব্দীরও বেশি পুরানো এবং বিশ্ব ঐতিহ্যে জনপ্রিয়৷ এগুলি ইউরোপ, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা দ্বারা এলোমেলোভাবে ব্যবহার করা হত
1 / 5
নয়া দিল্লি: দেশের সেরা ও জনপ্রিয় ভ্রমণ কেন্দ্রগুলির তালিকা তৈরি করতে বসলে প্রথম দিকেই নাম থাকবে দার্জিলিংয়ের। পাহাড়ে ঘেরা হিমালয়ের কোলে এই ছোট্ট শহর প্রতি ভাললাগার পাশাপাশি নান ঐতিহ্যও জড়িয়ে রয়েছে। অনেকের কাছে দার্জিলিং মানেই টয় ট্রেন। প্রিয়জনের সঙ্গে টয় ট্রেনে চেপে পাহারে দৃশ্য উপভোগ করার মধ্যে এক অদ্ভূত ভাল লাগা রয়েছে। ছবি: ফাইল চিত্র
2 / 5
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যাঁকে আমরা টয় ট্রেন হিসেবেই চিনি। ইতিমধ্যে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের শিরোপা পেয়েছে টয় ট্রেন। তার ঠিক ২০ বছর পর নিজের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে আন্তর্জাতিক স্তরে টয় ট্রেনের লোগোর স্বত্ব পেতে পদক্ষেপ করতে চলেছে ভারত। এখন থেকে পৃথিবীর যেকোনও অংশে টয় ট্রেনের লোগো ব্যবহার করতে হলে লিখিত অনুমতির পাশাপাশি ব্যবহারকারীকে মূল্য চোকাতে হবে। ছবি: ফাইল চিত্র
3 / 5
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বয়স ১৪০ বছরেরও বেশি। ১৮৮০ সাল থেকে যাত্রা শুরু করে ডিএইচআর। এর দুটি লোগো রয়েছে, যার দুটিরই পেটেন্ট নেওয়া হয়েছে।একটিতে গাঢ় কালো অক্ষরে "DHR" লেখা আছে, অন্যটি হল একটি বৃত্তাকার শীলমোহর যেখানে পাহাড়, বন এবং একটি নদীর ছবি রয়েছে, যার চারপাশে সবুজ পটভূমিতে সাদা অক্ষরে "দার্জিলিং হিমালয়ান রেলওয়ে" লেখা রয়েছে। ছবি: ফাইল চিত্র
4 / 5
দুটি লোগোই এক শতাব্দীরও বেশি পুরানো এবং বিশ্ব ঐতিহ্যে জনপ্রিয়৷ এগুলি ইউরোপ, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা দ্বারা এলোমেলোভাবে ব্যবহার করা হত এমনকি পশ্চিমবঙ্গ সরকারও অতীতে যোগাযোগ ও পণ্যসামগ্রীতে এটি ব্যবহার করেছে। ছবি: ফাইল চিত্র
5 / 5
দিল্লির রেল মন্ত্রক এবং পশ্চিমবঙ্গের কার্শিয়ংয়ের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অফিস, আগস্ট মাসে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কের কন্ট্রোলার জেনারেলের কাছে লোগোটি নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। তারপরে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘের একটি বিশেষ সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (WIPO) কাছে WIPO-এর ভিয়েনা শ্রেণীবিভাগ নির্ধারিত পদ্ধতি অনুসারে লোগো দুটি পাঠানো হয়েছিল। ছবি: ফাইল চিত্র