Puja Rule Tips: সস্তা কিন্তু মহামূল্যবাণ! লক্ষ্মীর থানে কড়ি রাখা এত শুভ কেন?

Hindu Rules: সনাতন ধর্মে কড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কড়ি পুজো ও শুভ কাজে ব্যবহার করা হয়। এছাড়া আগেকারদিনে কড়ি অর্থের জন্যও ব্যবহার করা হত। সেই রীতি এখন না থাকলেও, শুভ ও পুজোর কাজে ব্যবহার করা হয়। কথিত আছে, কড়ি রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

Feb 03, 2024 | 3:40 PM

1 / 7
সস্তা ও বিরল হলেও লক্ষ্মীর এই প্রিয় হলুদ ও সাদা কড়ি হিন্দুধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ঠাকুরঘরে লক্ষ্মীর ঝাঁপিতে এই ছোট ছোট সাদা ও হলুদ কড়ি থাকলে সর্বদা আশীর্বাদ বর্ষিত হয় বলে মনে করা হয়। শুধু তাই নয় দেবীলক্ষ্মীকে ঘরে স্থায়ী স্থান দেওয়ার জন্য ঠাকুরঘরে অবশ্যই এই কড়ি রাখা জরুরি।

সস্তা ও বিরল হলেও লক্ষ্মীর এই প্রিয় হলুদ ও সাদা কড়ি হিন্দুধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ঠাকুরঘরে লক্ষ্মীর ঝাঁপিতে এই ছোট ছোট সাদা ও হলুদ কড়ি থাকলে সর্বদা আশীর্বাদ বর্ষিত হয় বলে মনে করা হয়। শুধু তাই নয় দেবীলক্ষ্মীকে ঘরে স্থায়ী স্থান দেওয়ার জন্য ঠাকুরঘরে অবশ্যই এই কড়ি রাখা জরুরি।

2 / 7
হলুদ কড়ি হল দেবী লক্ষ্মীর প্রিয় একটি জিনিস। তাই যখনই লক্ষ্মীর পুজো হবে,তখন হলুদ কড়ি অবশ্যই ব্যবহার করা হয়। আর বাড়িতে যদি হলুদ কড়ি না থাকে, তাহলে সাদা কড়ির উপর হলুদ রঙ লাগিয়ে পুজোর ঘরে রাখতে পারেন।

হলুদ কড়ি হল দেবী লক্ষ্মীর প্রিয় একটি জিনিস। তাই যখনই লক্ষ্মীর পুজো হবে,তখন হলুদ কড়ি অবশ্যই ব্যবহার করা হয়। আর বাড়িতে যদি হলুদ কড়ি না থাকে, তাহলে সাদা কড়ির উপর হলুদ রঙ লাগিয়ে পুজোর ঘরে রাখতে পারেন।

3 / 7
অন্যদিকে, সনাতন ধর্মে কড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কড়ি পুজো ও শুভ কাজে ব্যবহার করা হয়। এছাড়া আগেকারদিনে কড়ি অর্থের জন্যও ব্যবহার করা হত। সেই রীতি এখন না থাকলেও, শুভ ও পুজোর কাজে ব্যবহার করা হয়। কথিত আছে, কড়ি রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

অন্যদিকে, সনাতন ধর্মে কড়িকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কড়ি পুজো ও শুভ কাজে ব্যবহার করা হয়। এছাড়া আগেকারদিনে কড়ি অর্থের জন্যও ব্যবহার করা হত। সেই রীতি এখন না থাকলেও, শুভ ও পুজোর কাজে ব্যবহার করা হয়। কথিত আছে, কড়ি রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

4 / 7
কড়ি ছাড়া লক্ষ্মীপুজো অসম্পূর্ণ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কড়ি দিয়ে পুজো করা হলে লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া ঠাকুরঘরে যদি গরুর মূর্তি বা ছবি ও কড়ি রাখা হয়, তাহলে তা কতটা শুভ, জেনে নিন এখানে...

কড়ি ছাড়া লক্ষ্মীপুজো অসম্পূর্ণ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কড়ি দিয়ে পুজো করা হলে লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া ঠাকুরঘরে যদি গরুর মূর্তি বা ছবি ও কড়ি রাখা হয়, তাহলে তা কতটা শুভ, জেনে নিন এখানে...

5 / 7
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, পুজোর ঘরে গাভীর ছবি বা মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। ঠাকুরঘরে গরু রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া যে বাড়িতে কড়ি রাখা হয়, সেখানে কখনও অর্থের অভাব হয় না। পৌরাণিক বিশ্বাস অনুসারে, সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী আবির্ভূত হন।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, পুজোর ঘরে গাভীর ছবি বা মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। ঠাকুরঘরে গরু রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া যে বাড়িতে কড়ি রাখা হয়, সেখানে কখনও অর্থের অভাব হয় না। পৌরাণিক বিশ্বাস অনুসারে, সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী আবির্ভূত হন।

6 / 7
বাড়িতে যদি লক্ষ্মীর থান ও ঝাঁপি স্থাপন করা থাকে, তাহলে প্রথমে কড়িগুলিকে কেশর বা হলুদের দ্রবণে ভিজিয়ে রাখুন। পুজোর পর দুটি কড়ি লাল কাপড়ের বিভিন্ন অংশে বেঁধে রাখুন। এরপর সেই বাণ্ডিলটি পুজোর ঘরে রেখে দিন। অর্থপ্রাপ্তি হতে পারে আপনার।

বাড়িতে যদি লক্ষ্মীর থান ও ঝাঁপি স্থাপন করা থাকে, তাহলে প্রথমে কড়িগুলিকে কেশর বা হলুদের দ্রবণে ভিজিয়ে রাখুন। পুজোর পর দুটি কড়ি লাল কাপড়ের বিভিন্ন অংশে বেঁধে রাখুন। এরপর সেই বাণ্ডিলটি পুজোর ঘরে রেখে দিন। অর্থপ্রাপ্তি হতে পারে আপনার।

7 / 7
শুক্রবার হলুদ রঙের কাপড়ে গরু রাখলে হলুদ কাপড়ে ১১টি গাভীর মূর্তি বেঁধে উত্তর দিকে রাখুন। এতে আর্থিক লাভের পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পেতে পারেন। কড়ি রাখার পর দক্ষিণ দিকে মুখ করে কুবের দেবের মন্ত্র ১০৮ বার জপ করুন।

শুক্রবার হলুদ রঙের কাপড়ে গরু রাখলে হলুদ কাপড়ে ১১টি গাভীর মূর্তি বেঁধে উত্তর দিকে রাখুন। এতে আর্থিক লাভের পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পেতে পারেন। কড়ি রাখার পর দক্ষিণ দিকে মুখ করে কুবের দেবের মন্ত্র ১০৮ বার জপ করুন।