Bangla News Photo gallery Keep these things in mind while planting a pomegranate tree, no shortage of money in the house
Vastu Tips: মানি প্ল্যান্টকে বলে বলে দেবে গোল! চিরতরে অর্থকষ্ট থেকে রেহাই পেতে বাড়িতে পুঁতুন এই গাছ
Pomegranate Tree: শাস্ত্র ও বাস্তুমতে, ডালিম বা বেদানা গাছ হল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ। তাই বাড়িতে পুঁতে যত্ন করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরের মধ্যে প্রবেশ করে পজিটিভি শক্তিও। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গাছ যদি পুঁতে থাকেন, তাহলে কোন দিকে রাখা শুভ, কীভাবে যত্ন করবেন, কী কী নিয়ম মেনে চলবেন, জেনে নিন এই প্রতিবেদনে।
1 / 9
হিন্দুদের বাড়িতে তুলসী গাছ থাকবে না, এমনটা কখনও দেখা যায় না। তবে অনেকেই বাড়িতে সুন্দর সুন্দর গাছ লাগান। তার মধ্যে মানি প্ল্যান্ট একটি অন্যতম। তবে আরও গাছ পুঁতে থাকেন, যেগুলি আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী। কথিত আছে, পরিশ্রম করলে কেষ্ট মেলে।
2 / 9
কিন্তু এই প্রবাদ অনেকের ভাগ্যের জন্য খাটে না। দিনরাত পরিশ্রম করেও ঘরে আসে অল্পমাত্র অর্থ। তাতেও নিজের চাহিদা মেটে না। অর্থসঙ্কট যেন পিছু ছাড়ে না। সনাতন ধর্মে তুলসীর মত আরও একটি গাছকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।
3 / 9
এছাড়া বাস্তুশাস্ত্র মতেও ডালিম বা বেদানা গাছকে পবিত্র বলে মনে করা হয়। বাস্তুমতে, ডালিম গাছ যদি বাড়িতে থাকে, তাহলে জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। অত্যন্ত শুভ বলেই মনে করা হয়।
4 / 9
শাস্ত্র ও বাস্তুমতে, ডালিম বা বেদানা গাছ হল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ। তাই বাড়িতে পুঁতে যত্ন করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরের মধ্যে প্রবেশ করে পজিটিভি শক্তিও। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গাছ যদি পুঁতে থাকেন, তাহলে কোন দিকে রাখা শুভ, কীভাবে যত্ন করবেন, কী কী নিয়ম মেনে চলবেন, জেনে নিন এই প্রতিবেদনে।
5 / 9
হিন্দু ধর্মে গাছ-গাছালির গুরুত্ব অপরিসীম। কিছু গাছ আছে যেগুলোর পূজা করা হয়। যেখানে শুধু ঘরে কিছু থাকা শুভ বলে মনে করা হয়। বাড়িতে ডালিম গাছ থাকলে বা পুঁতলে, লক্ষ্মীর কৃপা পেতে কী কী নিয়ম মেনে চলবেন, তা জানুন...
6 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে, ডালিম গাছে শ্রী হরি বিষ্ণু ও দেবী লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যাদের বাড়িতে ডালিম গাছ থাকে, তাদের কখনওই আর্থিক সমস্যায় পড়তে হয় না। এই গাছ পোঁতার সময়, মনে রাখবেন, বাড়ির মাঝখানে কখনওই পোঁতা উচিত নয়। তাতে ব্যাপক সমস্যায় পড়তে হয়।
7 / 9
ডালিম গাছকে খুবই শুভ ও পবিত্র বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীর প্রিয় একটি প্রিয় গাছগুলির মধ্যে অন্যতম। বাড়ির প্রধান প্রবেশদ্বারের ডানদিকে রাখুন। তাতে গৃহে ধন দেবীর অধিবাস হয়। এছাড়াও বাড়িতে আশীর্বাদ বর্ষণ হয়।
8 / 9
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভুল করেও দক্ষিণ দিকে ডালিম গাছ লাগানো উচিত নয়। তাতে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে।পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক পার্থক্য থেকে যায়।
9 / 9
কথিত আছে যে এই গাছ স্থাপন করার সময় যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখা হয়, তবে বাস্তু দোষের সঙ্গে সঙ্গে গ্রহের দোষও ঘর থেকে দূর হয়। তাই বাস্তুদোষ ও অর্থকষ্ট ভুলতে মানি প্ল্যান্টি ও তুলসী গাছের পাশাপাশি এই গাছও লাগাতে পারেন।