বছর শেষ। ইতিমধ্যেই বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ২০২৩-এ শেষবার সূর্যাস্তের সাক্ষী হয়েছে দেশও। বিভিন্ন জায়গায় সেই শেষ সূর্যাস্ত দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। বাদ দেল না দার্জিলিং।
ইউরোপ-আমেরিকা ঘুরে এলেও দার্জিলিং-এর প্রতি বাঙালির আকর্ষণ কমে না কখনও। এবারও তার ব্যতিক্রম হল না। বছরের শেষে পাহাড়ের ভিড় দেখে সে কথাই প্রমাণ হল আরও একবার।
দার্জিলিং-এর পাহাড়ের খাঁজে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য প্রাণ ভরে দেখলেন বহু মানুষ। ক্যামেরাবন্দি করে রাখলেন সেই দৃশ্য। তুললেন সেলফি, মেতে রইলেন খাওয়া-দাওয়া, হই-হুল্লোড়ে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে নতুন বছরের শুরুতেও বৃষ্টি ও হালকা তুষারপাত হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সেই আবহাওয়ার সাক্ষী হবেন পর্যটকেরা।
দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বেশি থাকলেও উত্তরে আজ বেশ ঠাণ্ডা। তাপমাত্রা অনেকটাই কম। তুষারপাত হতে পারে বলেই পূর্বাভাস রয়েছে। তাই ঠাণ্ডা আবহাওয়ায় আরও জমিয়ে সেই সূর্যাস্তের দৃশ্য উপভোগ করলেন পর্যটকরা।