
সম্পর্ক। সেটা যে কোনও রকমের হতে পারে। আলাদা নাম, ধরণও আলাদা। বন্ধুত্বও যেমন সম্পর্ক, তেমনই প্রেমও। এর মতোই আরও সম্পর্ক রয়েছে। যার হয়তো আমরা কোনও নাম দিই না? আচ্ছা, কত ধরণের সম্পর্ক হতে পারে...! ছবি: Getty Images

বিশেষজ্ঞরা বলছেন ছয় ধরনের সম্পর্ক হয়। প্রতিটা সম্পর্কেই আমাদের জীবনে নানা ভাবে জড়িয়ে থাকে। ভালো-মন্দ নির্ভর করে সম্পর্কের উপর। এর ভিত্তিতেই সুন্দর হয় জীবন। প্রত্যেকের জীবনেই নানা সম্পর্কের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ছবি: Getty Images

প্রথমেই বলা যাক, মেন্টরশিপ সম্পর্কের বিষয়ে। কাউকে সঠিক পথ দেখানো, ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উল্টোদিকের মানুষটিকে বা মানুষগুলিকে নানা ভাবে সহযোগিতা করা। প্রত্যেকের জীবনে এমন ধরণের মানুষ থাকেন, যাঁরা নানা পরামর্শ দেন, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন, তাঁকে সাফল্যে পৌঁছে দিতে পাশে থাকেন। ছবি: Getty Images

পরিচিত...। হ্যাঁ এমন সম্পর্কও থাকে প্রত্যেকের জীবনে। সেই পরিচয়টা যে কোনও স্তরেই তৈরি হতে পারে। স্কুল, কলেজ, কৈশোর জীবন থেকে পেশাগত কিংবা নিজের কোনও শখ মিলে যাওয়ার সূত্রে অনেক মানুষের সঙ্গেই পরিচিতি তৈরি হয়ে যায়। যদিও এই পরিচত লোকগুলো আজীবন থাকবে কিনা, নিয়মিত যোগাযোগেরও নিশ্চয়তা নেই। হয়তো বহু বছর পর দেখা হল, সেই আগের মতোই টানটাও থেকে যায়। ছবি: Getty Images

পেশাগত সম্পর্ক সকলেরই কার্যত জানা। কর্মোক্ষেত্রে সহকর্মীরা অনেক সময় আরও কাছের হয়ে ওঠেন। কর্মক্ষেত্রে নানা সহযোগিতা করেন, এগিয়ে যাওয়ারও পথ দেখান। কর্মক্ষেত্রে ইতিবাচক মানুষদের সান্নিধ্য পেলে যেমন কর্মদক্ষতা বাড়ে, তেমনই দুর্দান্ত কাজের পরিবেশও তৈরি হয়। ছবি: Getty Images

বন্ধুত্ব...। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। এর মধ্যে কোনও শর্তাবলী প্রযোজ্য নেই। ভালো বন্ধু যেমন সঙ্গ দেয়, খুব ভালো বোঝে, অধিকারবোধও থাকে, কঠিন সময়ের মানসিক ভাবে পাশে থাকে। সাফল্যে আনন্দ পায়, হতাশার সময় পাশে দাঁড়ায়। এর চেয়ে সুন্দর সম্পর্ক আর কীই বা হতে পারে? ছবি: Getty Images

রোমান্টিক সম্পর্ক অনেকটাই গভীর। কোনও একটা মানুষের সঙ্গেই অনেক বেশি কাছের হওয়া যায়। একজন সঠিক রোমান্টিক পার্টনারের সংস্পর্শ জীবনের সমস্ত সম্পর্কের নির্যাস হয়ে দাঁড়ায়। যা মানসিক এবং নানা ভাবেই তৃপ্তি দেয়। ছবি: Getty Images

পারিবারিক সম্পর্কে যেমন বাবা-মা, ভাই-বোনরা থাকে তেমনই এর সঙ্গে জুড়ে থাকেন আরও অনেকেই। প্রত্যেকের জীবনের ভিত্তিই পরিবার। নিজেকে গড়ে তুলতে, খারাপ সময়ে আর কেউ না হোক পরিবার পাশে থাকবেই। এখানে ভালোবাসা যেমন রয়েছে, তেমনই কিছু ক্ষেত্রে তিক্ততাও। একটা সময়ের পর অবশ্য সমস্ত নেতিবাচক বিষয় সরেও যায়। পাশে থাকে পরিবার। ছবি: Getty Images