
চুল ভাল রাখতে অনেকেই পেঁয়াজ ব্যবহার করেন। কিন্তু তা যে শুধু চুল নয়, ত্বকের জন্যও ভাল। সেটা জানতেন? ত্বক থেকে এর দাগ দূর করতে পারদর্শী পেঁয়াজ।

তবে সেক্ষেত্রে গন্ধটাকে একটু সহ্য করতে হবে। আজকাল বেশিরভাগ মানুষই মুখের লাল দাগের সমস্যায় ভোগেন, এতে মুখের সৌন্দর্য কমে যায়। ত্বক থেকে এর দাগ দূর করা এত সহজ নয়। কিন্তু সেই কাজই সহজ করবে পেঁয়াজ।

কিন্তু তার আগে জানা প্রয়োজন, কেন এমনটা হয়? মুখের লাল দাগের আসল কারণ হল ত্বকে মেলানিনের মাত্রা বেড়ে যাওয়া। যদি আপনার শরীরে মেলানিনের মাত্রা বেড়ে যায়, তখনই এমনটা হবে।

দাগ দূর করতে নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রসে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-পিগমেন্টেশন বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ত্বকের দাগ কমাতে সাহায্য করে।

এর জন্য প্রতিদিন ১ থেকে ২ চামচ পেঁয়াজের রস তুলোর সাহায্যে লাল হয়ে যাওয়া জায়গায় লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন।

প্রায় 10 মিনিট ম্যাসাজ করার পর মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন এটি করলে আপনি শীঘ্রই ফ্রেকলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মুখের দাগ দূর করতে পেঁয়াজের রসের সঙ্গে মধু ব্যবহার করতে পারেন। এতে অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা মুখের দাগ কমাতে পারে।

মুখে ব্যবহার করতে ১ চা চামচ পেঁয়াজের রসে সামান্য মধু মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।