অনেক সময় চুলের স্টাইল করতে গিয়ে আমরা এমন কিছু ভুল করে বসি, যা মাশুল পড়ে দিতে হয়। আর অকালে চুল পড়া শুরু হয়। তাই হেয়ারস্টাইল করার আগে মাথায় রাখা প্রয়োজন বিশেষ কিছু বিষয়।
ভেজা অবস্থায় চুল আঁচড়াবেন না। এই ভুল অনেকেই করে থাকেন। বেশিরভাগ মানুষই ভেজা চুল দিয়ে চুলের স্টাইল তৈরি করেন। কিন্তু এর ফলে চুলের অবস্থা দিনের পর দিন আরও খারাপ হতে থাকে।
ভেজা চুলে হিটিং মেশিন ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর। এর ফলে আপনার চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমন অবস্থায় চুল শুকানোর পরই হিটিং মেশিন বা হেয়ার স্ট্রেটনার ব্যবহার করুন।
অতিরিক্ত পরিমাণে হেয়ার স্প্রে ব্যবহার করবেন না। সুন্দর করে স্টাইল করার পরে অবশ্যই আপনার হেয়ার স্প্রে ব্যবহার করতে ইচ্ছে করবে। নাহলে কয়েক ঘণ্টা পরেই বারোটা বেজে যাবে চুলের।
তবে প্রয়োজনের তুলনায় হেয়ার স্প্রে ব্যবহার না করাই ভাল। এতে চুল রুক্ষ হয়ে যায়। আর দীর্ঘদিন স্প্রে লাগানোর পর চুলের ডগা ভেঙে যেতে থাকে। তাই অল্প পরিমাণে হেয়ার স্প্রে ব্যবহার করুন।
হেয়ারস্টাইল করার সময় মাথায় রাখবেন চুল যেন বেশি টাইট না হয়। চুলের স্টাইলটা একটু ঢিলেঢালা রাখার চেষ্টা করুন। খুব টাইট হেয়ারস্টাইল করার পর চুলের গোড়া দুর্বল হতে শুরু করে।
আর তারফলেই চুল ভেঙে যেতে শুরু করে। এমনকি চুল পড়াও শুরু হয়। তাই এমন ধরনের হেয়ারস্টাইল করার চেষ্টা করুন, যা শুধুমাত্র আলগাভাবে করা যাবে। খেয়াল রাখবেন চুলের স্ক্যাল্প যেন দুর্বল না হয়ে যায়।
আর একটা টিপস শেষে না দিলেই নয়, তা হল যতটা সম্ভব কম হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন। প্রয়োজনে রোদে বা ফ্যানের তলায় দাঁড়াবেন। এতেই চুল শুকিয়ে যাবে। গরম হাওয়ায় চুল তাড়াতাড়ি শোকায় ঠিকই। কিন্তু ভাল থাকে না।