
শীত প্রায় শেষের দিকে। রাস্তায় বেরলেই ঘাম হচ্ছে। সেই সঙ্গে রোদের তাপ। ফেব্রুয়ারিতেই এই দশা। এরপরে গরম পড়লে কী অবস্থা হবে ভাবুন তো। হাতে এখনই ট্যান পড়তে শুরু করেছে।

বিউটি পার্লারে গিয়ে কতই বা আর টাকা খরচা করবেন। ঘরোয়া টোটকাতেই হাত-পায়ের ট্যান তুলে ফেলতে পারবেন। এক কথায় ঘরে বসেই খুব সস্তার কিছু মাস্ক তৈরি করতে পারবেন।

লেবু এবং চিনি ব্যবহার করুন: লেবু এবং চিনি পায়ের ট্যান দূর করার সেরা উপায়। চিনি ত্বকের ট্যান তুলে এক্সফোলিয়েট করতে কাজ করে। লেবুতে উপস্থিত অ্যাসিডিক উপাদান ত্বকে উপস্থিত মেলানিন কমাতে কাজ করে।

হলুদ এবং ভুট্টার আটা দিয়ে একটি মাস্ক তৈরি করুন: পায়ের ট্যান দূর করতে হলুদ ব্যবহার করতে পারে। এটি শুধুমাত্র অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট নয়, এটি উজ্জ্বল ত্বক পেতেও সাহায্য করে।

কমলার খোসা এবং ক্রিম মাস্ক: আপনি জানেন যে কমলা ভিটামিন সি সমৃদ্ধ, যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বককে ঝকঝকে রাখে।

শসার রস ব্যবহার করতে পারেন: শসা ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে এবং যেকোনও জ্বালা-পোড়ার ওপর শীতল প্রভাব ফেলে। আপনার হাতের ট্যান দূর করার ক্ষেত্রে এটি খুব কার্যকর।

এর জন্য প্রথমে একটি খোসা ছাড়ানো শসা গ্রেট করে এর রস বের করে নিন। এবার একটি তুলোর বল ব্যবহার করে রসে ভিজিয়ে রাখুন। এবার ওই তুলো হাতে লাগান। এটি শুকানোর জন্য অপেক্ষা করুন এবং তারপর জল দিয়ে ধুয়ে নিন।

টমেটো ও দই ব্যবহার করতে পারেন: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটোর রস ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ট্যানিং দূর করে। যদিও দইয়ে প্রচুর পরিমানে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। যা ট্যানিং দূর করতে সাহায্য করে।