Tips to pick AC: ২৪ ঘণ্টা AC চালালেও ইলেকট্রিক বিল হবে ‘জ়িরো’! জেনে নিন কীভাবে?

গরমের জ্বালায় হাঁসফাঁস অবস্থা? এমন সময় এসি, ফ্যান কেনার হিড়িক পড়ে। অনেকে এসি তো কিনে ফেলেন, কিন্তু বুঝতে পারেন না ঠিক তাঁর বাড়ির ঘরে কেমন এসি প্রয়োজন। রোজ এসি চালালে মাসের শেষে প্রচুর ইলেকট্রিক বিল আসে। তা দেখে অনেকে আঁতকে ওঠেন। এই পরিস্থিতিতে একটি উপায় মানলে ২৪ ঘণ্টা এসি চালালেও বিদ্যুৎ বিল আসবে শূন্য।

May 03, 2025 | 4:28 PM

1 / 8
গরমের জ্বালায় হাঁসফাঁস অবস্থা সকলের। এমন সময় এসি, ফ্যান কেনার হিড়িক পড়ে। অনেকে ঠান্ডা হাওয়ার জন্য এসি তো কিনে ফেলেন, কিন্তু বুঝতে পারেন না ঠিক তাঁর বাড়ির ঘরে কেমন এসি প্রয়োজন। (Pic Credit - Getty Images)

গরমের জ্বালায় হাঁসফাঁস অবস্থা সকলের। এমন সময় এসি, ফ্যান কেনার হিড়িক পড়ে। অনেকে ঠান্ডা হাওয়ার জন্য এসি তো কিনে ফেলেন, কিন্তু বুঝতে পারেন না ঠিক তাঁর বাড়ির ঘরে কেমন এসি প্রয়োজন। (Pic Credit - Getty Images)

2 / 8
রোজ বাড়িতে এসি চালালে মাসের শেষে প্রচুর ইলেকট্রিক বিল আসে। আর তা দেখে অনেকে আঁতকে ওঠেন। এ বার একটি উপায় মানলেই ২৪ ঘণ্টা এসি চালাতে পারবেন বিন্দাস। বিদ্যুৎ বিলও আসবে প্রায় শূন্য। (Pic Credit - Getty Images)

রোজ বাড়িতে এসি চালালে মাসের শেষে প্রচুর ইলেকট্রিক বিল আসে। আর তা দেখে অনেকে আঁতকে ওঠেন। এ বার একটি উপায় মানলেই ২৪ ঘণ্টা এসি চালাতে পারবেন বিন্দাস। বিদ্যুৎ বিলও আসবে প্রায় শূন্য। (Pic Credit - Getty Images)

3 / 8
ইলেকট্রিক বিল বাঁচাতে চাইলে উইন্ডো এসি, স্প্লিট এসি ভুলে এ বার কিনে ফেলতে পারেন সোলার এসি। বিদ্যুৎ বিলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র সোলার এসি। (Pic Credit - Getty Images)

ইলেকট্রিক বিল বাঁচাতে চাইলে উইন্ডো এসি, স্প্লিট এসি ভুলে এ বার কিনে ফেলতে পারেন সোলার এসি। বিদ্যুৎ বিলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র সোলার এসি। (Pic Credit - Getty Images)

4 / 8
বৈদ্যুতিক এয়ার কন্ডিশনারের তুলনায় সোলার এসি বেশি ভালো। এটি শুধু বিদ্যুৎ বিল কমায় না, পাশাপাশি বেশি শীতলতাও প্রদান করে। (Pic Credit - Getty Images)

বৈদ্যুতিক এয়ার কন্ডিশনারের তুলনায় সোলার এসি বেশি ভালো। এটি শুধু বিদ্যুৎ বিল কমায় না, পাশাপাশি বেশি শীতলতাও প্রদান করে। (Pic Credit - Getty Images)

5 / 8
সোলার এসি ব্যবহার করার জন্য বিদ্যুৎ এবং ইনভার্টারের প্রয়োজন হয় না। সৌর প্যানেল থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ কাজে লাগিয়ে সোলার এসি ব্যবহার করা যায়। (Pic Credit - Getty Images)

সোলার এসি ব্যবহার করার জন্য বিদ্যুৎ এবং ইনভার্টারের প্রয়োজন হয় না। সৌর প্যানেল থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ কাজে লাগিয়ে সোলার এসি ব্যবহার করা যায়। (Pic Credit - Getty Images)

6 / 8
সোলার এসি ব্যবহারের জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন নেই। সোলার প্যানের ছাদে সেট করা যায়। সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে সোলার এসি। দিনের বেলা ব্যাটারিতে চার্জ হয়, তারপর যে শক্তি সঞ্চারিত হয়, তা দিয়ে এসি চালানো যায়।  (Pic Credit - Getty Images)

সোলার এসি ব্যবহারের জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন নেই। সোলার প্যানের ছাদে সেট করা যায়। সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে সোলার এসি। দিনের বেলা ব্যাটারিতে চার্জ হয়, তারপর যে শক্তি সঞ্চারিত হয়, তা দিয়ে এসি চালানো যায়। (Pic Credit - Getty Images)

7 / 8
বাড়িতে অন্য এসির জায়গায় সোলার এসি লাগালে বিদ্যুৎ বিল বাঁচে। বাজারে সোলার এসির চাহিদা তুঙ্গে। কিন্তু খুব বেশি সংস্থা সোলার এসি বিক্রি করে না। (Pic Credit - Getty Images)

বাড়িতে অন্য এসির জায়গায় সোলার এসি লাগালে বিদ্যুৎ বিল বাঁচে। বাজারে সোলার এসির চাহিদা তুঙ্গে। কিন্তু খুব বেশি সংস্থা সোলার এসি বিক্রি করে না। (Pic Credit - Getty Images)

8 / 8
সোলার এসি একবার কিনে নিলে প্রতি মাসে বিদ্যুৎ বিল কমে। তবে সোলার এসির দাম খুব কম নয়। নানা ব্র্যান্ডের সোলার এসি ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকারও রয়েছে। (Pic Credit - Getty Images)

সোলার এসি একবার কিনে নিলে প্রতি মাসে বিদ্যুৎ বিল কমে। তবে সোলার এসির দাম খুব কম নয়। নানা ব্র্যান্ডের সোলার এসি ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকারও রয়েছে। (Pic Credit - Getty Images)