বিছানায় লাগামহীন আদরে গলায় ‘লাভ বাইট’, শিখে নিন সঙ্গে সঙ্গে ভ্যানিশ করার ট্রিকস..

Mar 05, 2024 | 6:20 PM

Hickey Remove Tips: যৌন মিলনের সময় অনেকেই আদরের দাগ ছেড়ে দেন শরীরে। তখন ভাললাগলেও পরে কিন্তু তা নিয়ে লজ্জিত বোধ করেন অনেকেই। গলায়, হাতে কিংবা ঘাড়ে লেগে থাকে এই লাভ বাইটের চিহ্ন। কিন্তু এবার আর আপনাকে সেই সমস্যার ভুগতে হবে না। আপনি কয়েক মিনিটেই ঘাড়ের, গলার সমস্ত লাভ বাইট তুলে ফেলতে পারবেন। ফলে মেকআপ দিয়ে ঢাকতে হবে না। একেবারেই মুছে ফেলতে পারবেন।

1 / 8
প্রেমে থেকে পার্টনারের সঙ্গে প্রবল যৌন মিলন করেছেন। আর আদরের সময় যখন দুজনেই দিশেহারা, তখন কী আর খেয়াল থাকে কোথায় 'লাভ বাইট' দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন না।

প্রেমে থেকে পার্টনারের সঙ্গে প্রবল যৌন মিলন করেছেন। আর আদরের সময় যখন দুজনেই দিশেহারা, তখন কী আর খেয়াল থাকে কোথায় 'লাভ বাইট' দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন না।

2 / 8
যৌন মিলনের সময় অনেকেই আদরের দাগ ছেড়ে দেন শরীরে। তখন ভাললাগলেও পরে কিন্তু তা নিয়ে লজ্জিত বোধ করেন অনেকেই। গলায়, হাতে কিংবা ঘাড়ে লেগে থাকে এই লাভ বাইটের চিহ্ন।

যৌন মিলনের সময় অনেকেই আদরের দাগ ছেড়ে দেন শরীরে। তখন ভাললাগলেও পরে কিন্তু তা নিয়ে লজ্জিত বোধ করেন অনেকেই। গলায়, হাতে কিংবা ঘাড়ে লেগে থাকে এই লাভ বাইটের চিহ্ন।

3 / 8
তারপর তা কী আর স্কার্ফ দিয়ে ঢাকা যায়। বেরিয়ে পড়লেই দেখে ফেলবে সবাই। এই চিন্তায় বিছানায় মাত্রা ছাড়া ভালোবাসার সময়ও সচেতন থাকেন অনেকে। উদ্দাম যৌনতা হওয়া সত্ত্বেও যেন লাভ বাইট না পড়ে।

তারপর তা কী আর স্কার্ফ দিয়ে ঢাকা যায়। বেরিয়ে পড়লেই দেখে ফেলবে সবাই। এই চিন্তায় বিছানায় মাত্রা ছাড়া ভালোবাসার সময়ও সচেতন থাকেন অনেকে। উদ্দাম যৌনতা হওয়া সত্ত্বেও যেন লাভ বাইট না পড়ে।

4 / 8
কিন্তু এবার আর আপনাকে সেই সমস্যার ভুগতে হবে না। আপনি কয়েক মিনিটেই ঘাড়ের, গলার সমস্ত লাভ বাইট তুলে ফেলতে পারবেন। ফলে মেকআপ দিয়ে ঢাকতে হবে না। একেবারেই মুছে ফেলতে পারবেন।

কিন্তু এবার আর আপনাকে সেই সমস্যার ভুগতে হবে না। আপনি কয়েক মিনিটেই ঘাড়ের, গলার সমস্ত লাভ বাইট তুলে ফেলতে পারবেন। ফলে মেকআপ দিয়ে ঢাকতে হবে না। একেবারেই মুছে ফেলতে পারবেন।

5 / 8
সঙ্গে সঙ্গে লাভ বাইট তুলে ফেলার জন্য আপনার প্রয়োজন একটু গরম জল। আর সেই গরম জলই ম্যাজিকের মতো কাজ করবে। আসলে দাঁতের চাপ পড়লে সেই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়।

সঙ্গে সঙ্গে লাভ বাইট তুলে ফেলার জন্য আপনার প্রয়োজন একটু গরম জল। আর সেই গরম জলই ম্যাজিকের মতো কাজ করবে। আসলে দাঁতের চাপ পড়লে সেই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়।

6 / 8
ফলে দাগ দেখা দেয়। সেই সঙ্গে চামড়ার টিস্যুগুলোও ক্ষতিগ্রস্থ হয়। তাই দুই থেকে তিন দিন পরেও থেকে যায় লাভ বাইট। তবে যদি সেই কামড় হালকা হয়, তাহলে সঙ্গে সঙ্গেই মুছে যাবে।

ফলে দাগ দেখা দেয়। সেই সঙ্গে চামড়ার টিস্যুগুলোও ক্ষতিগ্রস্থ হয়। তাই দুই থেকে তিন দিন পরেও থেকে যায় লাভ বাইট। তবে যদি সেই কামড় হালকা হয়, তাহলে সঙ্গে সঙ্গেই মুছে যাবে।

7 / 8
তার জন্য একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে সেই জায়গায় আলতো করে চেপে ধরুন। এটা করার সঙ্গে সঙ্গে সেই জায়গায়  রক্ত চলাচল করতে শুরু করবে।

তার জন্য একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে সেই জায়গায় আলতো করে চেপে ধরুন। এটা করার সঙ্গে সঙ্গে সেই জায়গায় রক্ত চলাচল করতে শুরু করবে।

8 / 8
আর ভাল করে পাঁচ মিনিটের জন্য আলতোভাবে সেখানে চেপে রাখলেই আপনি দেখবেন অনেকটাই মুছে গিয়েছে প্রেমের চিহ্ন। অবশেষে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন।

আর ভাল করে পাঁচ মিনিটের জন্য আলতোভাবে সেখানে চেপে রাখলেই আপনি দেখবেন অনেকটাই মুছে গিয়েছে প্রেমের চিহ্ন। অবশেষে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে রাখতে পারেন।

Next Photo Gallery