
ভারতের সিনেমা জগতে উপার্জনের দিক থেকে শীর্ষ সারিতেই রয়েছেন রজনীকান্ত। আর তিনি যে বিলাসবহুল জীবনযাপন করবেন, সেটাই প্রত্যাশিত। চেন্নাইতে ম্যানসন রয়েছে রজনীকান্তের। ছবি: X

চেন্নাইয়ের পশ এলাকায় রজনীকান্তের বাড়ি। রজনীকান্তর কন্যা মাঝে মাঝেই নানা ছবি পোস্ট করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী রজনীকান্তর এই ম্যানসনের দাম অন্তত ৩৫-৪০ কোটি! ছবি: X

থালাইভা রজনীকান্তর ম্যানসনের এত দাম অস্বাভাবিক নয়। আধুনিক সমস্ত ব্যবস্থাই রয়েছে। তবে নিজের সংস্কৃতি ভোলেননি। তাই ডিজাইনের দিক থেকে সেটা ধরে রেখেছেন। ছবি: X

বহুমূল্য ইন্টিরিয়র। থালাইভার বাড়িতে বড় একটি গার্ডেন এরিয়া রয়েছে। প্রচুর গাছও লাগিয়েছেন। পরিবেশের কথাও ভোলেন না সুপারস্টার। ছবি: X

একদিকে ট্র্যাডিশনাল আবার আধুনিকতার ছোঁয়াও রয়েছে। শান্তির প্রতীক সাদা রং। রজনীকান্তের ম্যানসনের দেওয়ালও সাদা। সঙ্গে দুর্দান্ত কিছু পেইন্টিংও রয়েছে। ছবি: X

কাজের দিক থেকে বলা যায়, রজনীকান্তের শেষ সিনেমা মুক্তি পেয়েছিল ভেত্তাইয়ান। বক্স অফিসে ঝড় তুলেছে। ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে সেই ছবি। সামনেই তাঁর নতুন ছবি আসার কথা। যার নাম কুলি। ছবি: X

শুধু যে দক্ষিণী সিনেমায় আটকে থেকেছেন তা নয়। বলিউডেও তাঁর অনেক সিনেমা রয়েছে। তাঁর সিনেমা অন্ধা কানুন একটা সময় সবচেয়ে বেশি আয়ের রেকর্ডও গড়েছিল। ছবি: X

ভক্তরা যেমন তাঁকে ভগবানের আসনে বসিয়েছেন, তেমনই তাঁর পরিবারও খুব সুন্দর। কন্যা ঐশ্চর্য। এক পুত্রও রয়েছে যাঁর নাম সৌন্দর্য। স্ত্রী লতা রজনীকান্ত। ছবি: X