পার্টনারের ফোনে আড়ি পাতেন নাকি? সম্পর্কের উষ্ণতায় পড়ছে যে প্রভাব…
Relationship Tips: অনেকেই প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েও সম্পর্ক টিকিয়ে রেখেছেন। কিন্তু সেই সুস্থ সম্পর্ক আপনার কয়েকটা কাজের জন্য খারাপ হয়ে যাচ্ছে না তো? প্রতিনিয়ত আপনার সঙ্গীর কয়েকটি আচরনে সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে না তো?
1 / 8
যে কোনও সম্পর্কেই রাগ, অভিমান থাকে। এসব না থাকলে ভালবাসা বাড়ে না। অনেকেই প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েও সম্পর্ক টিকিয়ে রেখেছেন।
2 / 8
কিন্তু সেই সুস্থ সম্পর্ক আপনার কয়েকটা কাজের জন্য খারাপ হয়ে যাচ্ছে না তো? প্রতিনিয়ত আপনার সঙ্গীর কয়েকটি আচরনে সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে না তো?
3 / 8
যদি নিজের সঙ্গীকে কাছে রাখতে চান, তাহলে ভুলেও এই কাজ করবেন না। অনেকেই এমন আছেন, যারা জানতে চান তার সঙ্গী কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে চ্যাট করছে সমস্ত কিছু।
4 / 8
আর এই সব কিছু জানতে গিয়ে সঙ্গীর থেকে ফোনের পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড চেয়ে ফেলেন। এমনকী ফোন চেক করতেই পিছপা হন না। কিন্তু তাতে আদতে কী হয় তা জানেন?
5 / 8
মনে রাখবেন, যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখার পিছনে যা প্রয়োজন, তা হল বিশ্বাস। যদি কোনও সম্পর্কে বিশ্বাসটাই না থাকে, তাহলে তা আদতে কোনও সুস্থ সম্পর্কই না।
6 / 8
আপনার সঙ্গীর ফোন চেক করে, আপনি তার প্রতি অবিশ্বাস দেখাচ্ছেন। এমনকী তার গোপনীয়তাও লঙ্ঘন করছেন। যেটা একটা সম্পর্কে থেকে একেবারেই করা উচিত নয়।
7 / 8
সে তার বন্ধুদের সঙ্গে কী চ্যাট করে, তা আপনার জানার বিষয় হয়ে উঠতে পারে না। সেটা অবশ্যই তার ব্যক্তিহত ব্যাপার। বরং এমনটা করলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।
8 / 8
কোনও সম্পর্কেই সন্দেহর কোনও জায়গা নেই। আপনি তার থেকে ফোন চেয়ে বা তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড চেয়ে আপনি তাকে সন্দেহ করছেন। এমনটা চলতে থাকলে সে আপনার থেকে সব কিছু লুকতে শুরু করবে। তাই যতটা সম্ভব একটি সম্পর্ককে সুস্থ রাখতে একে অপরের উপর বিশ্বাস রাখুন।