রোজ দু’ফোঁটা পুদিনার তেল, চুলের সব সমস্যা নিমেষে উধাও!
Hair growth Oil: চুলের দেখভাল করতে গিয়ে পার্লারের পিছনে অনেক টাকাই খরচ করেন। অথচ কয়েকদিন পরেই আবার ওই রুক্ষ অবস্থা হয়। তারপরে হতাস হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আপনি চাইলে পার্লারে না গিয়েও চুলের দেখভাল করতে পারেন। তাও আবার বিরাট টাকা খরচ না করেই। এক সপ্তাহ চুলে পেপারমিন্ট তেল লাগিয়ে দেখুন।
1 / 8
চুলের দেখভাল করতে গিয়ে পার্লারের পিছনে অনেক টাকাই খরচ করেন। অথচ কয়েকদিন পরেই আবার ওই রুক্ষ অবস্থা হয়। তারপরে হতাস হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।
2 / 8
আপনি চাইলে পার্লারে না গিয়েও চুলের দেখভাল করতে পারেন। তাও আবার বিরাট টাকা খরচ না করেই। এক সপ্তাহ চুলে পেপারমিন্ট তেল লাগিয়ে দেখুন।
3 / 8
পেপারমিন্ট তেল পুদিনা পাতা থেকে নিষ্কাশিত হয়। আর এই তেলের উপকারিতা জানলে আপনার চোখ কপালে উঠবে। তাই ঝকঝকে চুল পেতে এই তেল ব্যবহার করতেই পারেন।
4 / 8
এটিকে আপনি জাদুকরী তেলও বলতে পারেন। চুলের গোড়ায় পিপারমিন্ট তেল ব্যবহার করলে রক্ত চলাচল বাড়ে।
5 / 8
এই তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সেই সঙ্গে নতুন চুলও গজায়। তাই সুন্দর চুল পেতে হবে, এই তেলের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন।
6 / 8
খুশকি থেকে মুক্তি পেতে চাইলে এই তেল আপনাকে সাহায্য করতে পারে। পেপারমিন্ট অয়েলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল গুণ, যা খুশকি কমাতে সাহায্য করে।
7 / 8
এই তেল নিয়মিত ব্যবহার করলে আপনার স্ক্যাল্ফ পরিষ্কার ও সুস্থ থাকে। গ্রীষ্মকালে পেপারমিন্ট তেল মাথার ত্বককে ঠাণ্ডা করে। তাই গরম পড়তেই এই তেল লাগান।
8 / 8
আপনার শ্যাম্পুতে দুই ফোঁটা পেপারমিন্ট তেল দিয়ে চুল ম্যাসাজ করুন। এমন একসপ্তাহ ব্যবহার করলেই উপকার পাবেন। তবে সব সময় যে শ্যাম্পুতে ব্যবহার করতে হবে, তার কোনও মানে নেই।