গোপনাঙ্গ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে বাড়িতে নিজেই করুন বিকিনি ওয়্যাক্সিং
Bikini Waxing At Home: বিকিনি ওয়্যাক্সের কদর বেড়েছে। তবে সেখানেও সমস্যার মুখোমুখি হতে হয় অনেককে। পার্লারে কিংবা বাড়িতে অন্য কেউ বিকিনি ওয়্যাক্স করিয়ে দিচ্ছেন, সেটায় কুণ্ঠাবোধ করেন অনেকেই। তাই বাড়িতে নিজে নিজেই এই কাজ সারতে চান।
1 / 8
দেহে অন্যান্য অংশের তুলনায় গোপনাঙ্গ সংবেদনশীল হয়। তাই সেই এলাকার লোম তুলতে বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। সাধারণ ওয়াক্সের বদলে ব্রাজিলিয়ান ওয়াক্সে বিকিনি ওয়াক্সিং করতে হয়।
2 / 8
এদিকে নিঁখুত রূপ পেতে চান সব মেয়ে। ভিতর থেকেও চান সুন্দর হতে। সৌন্দর্যের চেয়েও পরিচ্ছন্নতা বেশি গুরুত্বপূর্ণ। তাই বিকিনি ওয়্যাক্সের কদর বেড়েছে।
3 / 8
তবে সেখানেও সমস্যার মুখোমুখি হতে হয় অনেককে। পার্লারে কিংবা বাড়িতে অন্য কেউ বিকিনি ওয়্যাক্স করিয়ে দিচ্ছেন, সেটায় কুণ্ঠাবোধ করেন অনেকেই। তাই বাড়িতে নিজে নিজেই এই কাজ সারতে চান।
4 / 8
আবার এদিকে সঠিক পদ্ধতি না জানার ফলে বিপদও ঘটারও ভয় থাকে। আর আপনিও যদি বাড়িতে বিকিনি ওয়্যাক্স করতে চান, তাহলে কিছু বিষয় খেয়াল রাখলে আপনি নিজেই হতে পারেন স্বয়ং নির্ভর।
5 / 8
সঠিক ওয়্যাক্স কিনলে ভাল ফল পাবেন। ব্রাজিলিয়ান ওয়্যাক্স সবচেয়ে কার্যকরী। যে কারণে বিকিনি ওয়্যাক্সের পোশাকি নাম ব্রাজিলিয়ান ওয়্যাক্স। দু'ধরনের ওয়্যাক্স পাওয়া যায়। ভাবছেন তো সেগুলো কী?
6 / 8
আসলে একটি মাইক্রোওয়েভে গরম করা যায়। অন্যটি ওয়্যাক্স ওয়ার্মারে। কোনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ওয়্যাক্স কখনওই অ্যালিউমিনিয়ামের পাত্রে কিংবা গ্যাসে গরম করবেন না।
7 / 8
আর আরও একটি বিষয় মাথায় রাখা জরুরী। লোমের আকার ছোট হলে ওয়্যাক্সিং করার দরকার নেই। ছোট লোম ওয়্যাক্সিংয়ে উঠে আসে না। লোম তোলার সময় যন্ত্রণা হয়।
8 / 8
১/৪ ইঞ্চ হলে তবেই তুলুন। এর চেয়ে বড় হলে কাঁচি বা ট্রিমারের সাহায্যে কেটে ছোট করে নিন। ওয়্যাক্সিং করার আগে গোপনাঙ্গ সাবান আর জল দিয়ে পরিষ্কার করুন। মুছে নিন ভাল করে। তারপরেই ওয়্যাক্স ব্যবহার করুন।