পায়ের পাতার ছোপ ছোপ দাগ লুকোচ্ছেন, কালচে ভাব ভ্যানিশ করবে এই ফলের খোসা
Feet Care: পায়ের ত্বক কালো ও প্রাণহীন হয়ে যাওয়ার পরে তার দিকে নজর দেন। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে যায়। তবে আপনি চাইলে কিছু ফলের খোসা ব্যবহার করতে পারেন পায়ে। কারণ ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে। কিন্তু খোসাও কম যায় না। ফলের খোসাতেও রয়েছে প্রচুর পুষ্টি। আর তা দিয়েই আপনি পায়ের পরিচর্যা করতে পারেন।
1 / 8
মুখের পরিচর্যা রোজ করেন। কিন্তু সপ্তাহে ক'দিন পায়ের দেখভাল করেন বলুন তো? অথচ ভাল জুতো পরার পরেও পা একবারেই ঝকঝক করে না। তার কারণ হল পায়ে ট্যান পড়া।
2 / 8
পায়ের ত্বক কালো ও প্রাণহীন হয়ে যাওয়ার পরে তার দিকে নজর দেন। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে যায়। তবে আপনি চাইলে কিছু ফলের খোসা ব্যবহার করতে পারেন পায়ে।
3 / 8
কারণ ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে। কিন্তু খোসাও কম যায় না। ফলের খোসাতেও রয়েছে প্রচুর পুষ্টি। আর তা দিয়েই আপনি পায়ের পরিচর্যা করতে পারেন।
4 / 8
তার জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা। এটি ভাল এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। তাছাড়া পায়ের কালোভাব দূর করতে এই ফলের খোসা ব্যবহার করতে পারেন।
5 / 8
কিন্তু কীভাবে কলার খোসা ব্যবহার করবেন? তার জন্য একটি পাকা কলার খোসা নিন এবং এর ভিতরের অংশে বেকিং সোডা লাগান এবং আপনার পা স্ক্রাব করুন। তারপরে সেভাবে কয়েক মিনিট রাখুন। আর শেষে গরম জলে ধুয়ে নিন।
6 / 8
এছাড়াও আপনি চাইলে পেঁপের খোসাও ব্যবহার করতে পারেন। এটি আপনার পা উজ্জ্বল করতে সাহায্য করবে। সেই সঙ্গে পায়ের কালো ছোপও তুলে দেবে। কিন্তু কীভাবে ব্যবহার করবেন, তা জানেন কি?
7 / 8
এর জন্য প্রথমে পেঁপের খোসা নিন এবং সেগুলিকে ছোট টুকরো করে কেটে নিন। তারপরে এতে অ্যালোভেরা জেল এবং মধু দিন।
8 / 8
এটি পেস্ট করে নিন। এই পেস্টটি আপনার পায়ে ভাল করে লাগান এবং প্রায় 20 মিনিট পর জল দিয়ে পরিষ্কার করুন। তারপরে আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন।