Oldest Country: বিশ্বের সাতটি প্রাচীন দেশ, মনে পড়ে কি না মিলিয়ে নিন…
Seven Oldest Country: ইতিহাসে অনেকেই পড়েছেন। কারও মনে রয়েছে, অনেকেরই নেই। আরও একবার মিলিয়ে দেখা যাক! বিশ্বের সাতটি প্রাচীন দেশ কোন গুলি, জেনে নেওয়া যাক তার সম্পর্কে।
1 / 8
ইতিহাসে অনেকেই পড়েছেন। কারও মনে রয়েছে, অনেকেরই নেই। আরও একবার মিলিয়ে দেখা যাক! বিশ্বের সাতটি প্রাচীন দেশ কোন গুলি, জেনে নেওয়া যাক তার সম্পর্কে।
2 / 8
প্রথমেই বলতে হয় ইরানের কথা। পার্সিয়া বা ইরান প্রতিষ্ঠিত হয়েছিল সেই 550 BCE তেই। প্রাচীন ইতিহাসে এই সাম্রাজ্যকে অন্যতম বড় বলা হত।
3 / 8
ইজিপ্টও রয়েছে এই তালিকায়। 31000 BCE তৈরি হয়েছিল ইজিপ্ত দেশটি।
4 / 8
গ্রিস প্রাচীন দেশগুলির অন্যতম। ইতিহাস যা উল্লেখ রয়েছে সেই অনুযায়ী (2600-1100 BCE) তে ছিল এই দেশ। এ ছাড়াও গ্রিসকে বলা হয় গণতন্ত্র এবং দর্শনের জন্মভূমি।
5 / 8
এই তালিকায় রয়েছে আমাদের দেশ ভারতও। 2500 BCE-তে গড়ে ওঠে এই দেশ। বিশ্বের প্রাচীন দেশগুলির মধ্যে অন্যতম। সমৃদ্ধ ইতিহাস, নানা সংস্কৃতির মেলবন্ধন।
6 / 8
ইথিওপিয়া (অ্যাবিসিনিয়া)- অক্ষুম রাজত্বে 100 AD-তে এই দেশ তৈরি হয়েছিল বলে উল্লেখ রয়েছে।
7 / 8
চিন-এই সভ্যতা শুরু হয়েছিল 2070 BCE নাগাদ। বিশ্বের অন্যতম প্রাচীন দেশ, বলাই যায়।
8 / 8
এর সঙ্গে রয়েছে জাপানও। ইয়ামাতোর সময় কালে অর্থাৎ বলা যায়, এই দেশের ইতিহাসের শুরু 250 AD নাগাদ। সব ছবি: CANVA