Oldest Country: বিশ্বের সাতটি প্রাচীন দেশ, মনে পড়ে কি না মিলিয়ে নিন…

Jan 17, 2025 | 11:59 PM

Seven Oldest Country: ইতিহাসে অনেকেই পড়েছেন। কারও মনে রয়েছে, অনেকেরই নেই। আরও একবার মিলিয়ে দেখা যাক! বিশ্বের সাতটি প্রাচীন দেশ কোন গুলি, জেনে নেওয়া যাক তার সম্পর্কে।

1 / 8
ইতিহাসে অনেকেই পড়েছেন। কারও মনে রয়েছে, অনেকেরই নেই। আরও একবার মিলিয়ে দেখা যাক! বিশ্বের সাতটি প্রাচীন দেশ কোন গুলি, জেনে নেওয়া যাক তার সম্পর্কে।

ইতিহাসে অনেকেই পড়েছেন। কারও মনে রয়েছে, অনেকেরই নেই। আরও একবার মিলিয়ে দেখা যাক! বিশ্বের সাতটি প্রাচীন দেশ কোন গুলি, জেনে নেওয়া যাক তার সম্পর্কে।

2 / 8
প্রথমেই বলতে হয় ইরানের কথা। পার্সিয়া বা ইরান প্রতিষ্ঠিত হয়েছিল সেই 550 BCE তেই। প্রাচীন ইতিহাসে এই সাম্রাজ্যকে অন্যতম বড় বলা হত।

প্রথমেই বলতে হয় ইরানের কথা। পার্সিয়া বা ইরান প্রতিষ্ঠিত হয়েছিল সেই 550 BCE তেই। প্রাচীন ইতিহাসে এই সাম্রাজ্যকে অন্যতম বড় বলা হত।

3 / 8
ইজিপ্টও রয়েছে এই তালিকায়। 31000 BCE তৈরি হয়েছিল ইজিপ্ত দেশটি।

ইজিপ্টও রয়েছে এই তালিকায়। 31000 BCE তৈরি হয়েছিল ইজিপ্ত দেশটি।

4 / 8
গ্রিস প্রাচীন দেশগুলির অন্যতম। ইতিহাস যা উল্লেখ রয়েছে সেই অনুযায়ী (2600-1100 BCE) তে ছিল এই দেশ। এ ছাড়াও গ্রিসকে বলা হয় গণতন্ত্র এবং দর্শনের জন্মভূমি।

গ্রিস প্রাচীন দেশগুলির অন্যতম। ইতিহাস যা উল্লেখ রয়েছে সেই অনুযায়ী (2600-1100 BCE) তে ছিল এই দেশ। এ ছাড়াও গ্রিসকে বলা হয় গণতন্ত্র এবং দর্শনের জন্মভূমি।

5 / 8
এই তালিকায় রয়েছে আমাদের দেশ ভারতও। 2500 BCE-তে গড়ে ওঠে এই দেশ। বিশ্বের প্রাচীন দেশগুলির মধ্যে অন্যতম। সমৃদ্ধ ইতিহাস, নানা সংস্কৃতির মেলবন্ধন।

এই তালিকায় রয়েছে আমাদের দেশ ভারতও। 2500 BCE-তে গড়ে ওঠে এই দেশ। বিশ্বের প্রাচীন দেশগুলির মধ্যে অন্যতম। সমৃদ্ধ ইতিহাস, নানা সংস্কৃতির মেলবন্ধন।

6 / 8
ইথিওপিয়া (অ্যাবিসিনিয়া)- অক্ষুম রাজত্বে 100 AD-তে এই দেশ তৈরি হয়েছিল বলে উল্লেখ রয়েছে।

ইথিওপিয়া (অ্যাবিসিনিয়া)- অক্ষুম রাজত্বে 100 AD-তে এই দেশ তৈরি হয়েছিল বলে উল্লেখ রয়েছে।

7 / 8
চিন-এই সভ্যতা শুরু হয়েছিল 2070 BCE নাগাদ। বিশ্বের অন্যতম প্রাচীন দেশ, বলাই যায়।

চিন-এই সভ্যতা শুরু হয়েছিল 2070 BCE নাগাদ। বিশ্বের অন্যতম প্রাচীন দেশ, বলাই যায়।

8 / 8
এর সঙ্গে রয়েছে জাপানও। ইয়ামাতোর সময় কালে অর্থাৎ বলা যায়, এই দেশের ইতিহাসের শুরু 250 AD নাগাদ। সব ছবি: CANVA

এর সঙ্গে রয়েছে জাপানও। ইয়ামাতোর সময় কালে অর্থাৎ বলা যায়, এই দেশের ইতিহাসের শুরু 250 AD নাগাদ। সব ছবি: CANVA

Next Photo Gallery