e Nitish Kumar Meme: 'ভোট আপনারা করান, সরকার আমি গড়ে নেব', সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল নীতীশের মিম - Bengali News | Lok Sabha Election 2024 Results: Social Media Flooded with Meme of Nitish Kumar as Rumours of Switching Side | TV9 Bangla News

Nitish Kumar Meme: ‘ভোট আপনারা করান, সরকার আমি গড়ে নেব’, সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল নীতীশের মিম

Lok Sabha Election Result 2024: কোনও মিমে দেখা যাচ্ছে, সানগ্লাস পরে, চাবি ঘোরাতে ঘোরাতে ইন্ডিয়া জোটের অফিসে ঢুকছেন নীতীশ।

|

Jun 05, 2024 | 12:12 PM

1 / 13
নীতীশ কুমার। ফাইল ছবি।

নীতীশ কুমার। ফাইল ছবি।

2 / 13
লোকসভা নির্বাচনে তো লড়েননি নীতীশ। তবে তাঁকে নিয়ে এত মিম কেন? কারণ ভোটের ফল প্রকাশের পরই জল্পনা, ফের জোট বদলাতে পারেন নীতীশ কুমার। এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে ফিরতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী।

লোকসভা নির্বাচনে তো লড়েননি নীতীশ। তবে তাঁকে নিয়ে এত মিম কেন? কারণ ভোটের ফল প্রকাশের পরই জল্পনা, ফের জোট বদলাতে পারেন নীতীশ কুমার। এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে ফিরতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী।

3 / 13
ইন্ডিয়া জোটের কাণ্ডারি ছিলেন নীতীশ। সেখানেই লোকসভা নির্বাচনের ঠিক আগেই জোট ভেঙে এনডিএ-তে যোগ দেন নীতীশ কুমার। তার এই ঘনঘন জোট বদল নিয়েই সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে মিমের বন্যা।

ইন্ডিয়া জোটের কাণ্ডারি ছিলেন নীতীশ। সেখানেই লোকসভা নির্বাচনের ঠিক আগেই জোট ভেঙে এনডিএ-তে যোগ দেন নীতীশ কুমার। তার এই ঘনঘন জোট বদল নিয়েই সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে মিমের বন্যা।

4 / 13
কোনও মিমে দেখা যাচ্ছে, নীতীশ কুমার একদিকে এনডিএ, আরেকদিকে ইন্ডিয়া জোটের সঙ্গে কথা বলছেন।

কোনও মিমে দেখা যাচ্ছে, নীতীশ কুমার একদিকে এনডিএ, আরেকদিকে ইন্ডিয়া জোটের সঙ্গে কথা বলছেন।

5 / 13
আবার কোনও মিমে দেখা যাচ্ছে, সব নেতারা নীতীশের সঙ্গে যোগাযোগ করছেন বলে হেসে গড়াগড়ি খাচ্ছেন নীতীশ।

আবার কোনও মিমে দেখা যাচ্ছে, সব নেতারা নীতীশের সঙ্গে যোগাযোগ করছেন বলে হেসে গড়াগড়ি খাচ্ছেন নীতীশ।

6 / 13
আরেক মজাদার মিমে দেখা গিয়েছে, কেউ নীতীশ কুমারকে অভিনন্দন জানাচ্ছেন। কোন পার্টির তিনি, এই প্রশ্নের জবাবে নীতীশ বলছেন, পার্টি বদলে নেবেন।

আরেক মজাদার মিমে দেখা গিয়েছে, কেউ নীতীশ কুমারকে অভিনন্দন জানাচ্ছেন। কোন পার্টির তিনি, এই প্রশ্নের জবাবে নীতীশ বলছেন, পার্টি বদলে নেবেন।

7 / 13
শাহরুখ খানের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র সিন, যেখানে কাজলকে 'পালাট, পালাট' বলেছিলেন, নীতীশ কুমারের উদ্দেশেও সেই কথা বলছেন।

শাহরুখ খানের 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র সিন, যেখানে কাজলকে 'পালাট, পালাট' বলেছিলেন, নীতীশ কুমারের উদ্দেশেও সেই কথা বলছেন।

8 / 13
আবার একটি মিমে দেখা যাচ্ছে, নীতীশ কুমার বলছেন নির্বাচন আপনারা করান, সরকার আমি গড়ে নেব।

আবার একটি মিমে দেখা যাচ্ছে, নীতীশ কুমার বলছেন নির্বাচন আপনারা করান, সরকার আমি গড়ে নেব।

9 / 13
কোনও মিমে দেখা যাচ্ছে, সানগ্লাস পরে, চাবি ঘোরাতে ঘোরাতে ইন্ডিয়া জোটের অফিসে ঢুকছেন নীতীশ।

কোনও মিমে দেখা যাচ্ছে, সানগ্লাস পরে, চাবি ঘোরাতে ঘোরাতে ইন্ডিয়া জোটের অফিসে ঢুকছেন নীতীশ।

10 / 13
আবার কোনও মিমে দেখা যাচ্ছে, নীতীশ কুমার নেতাদের বলছেন, এমন অফার দিন, যা আমি ফেলতে পারব না।

আবার কোনও মিমে দেখা যাচ্ছে, নীতীশ কুমার নেতাদের বলছেন, এমন অফার দিন, যা আমি ফেলতে পারব না।

11 / 13
আরেক মজাদার মিমে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী নীতীশ কুমারকে বলছেন, "প্রধানমন্ত্রী বাননা হ্যায়?" 

আরেক মজাদার মিমে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী নীতীশ কুমারকে বলছেন, "প্রধানমন্ত্রী বাননা হ্যায়?" 

12 / 13
এক পোস্টে দেখা যাচ্ছে, বড় ব্যানার লাগানো হয়েছে যেখানে লেখা, নীতীশ কুমার সবকা হ্যায়।

এক পোস্টে দেখা যাচ্ছে, বড় ব্যানার লাগানো হয়েছে যেখানে লেখা, নীতীশ কুমার সবকা হ্যায়।

13 / 13
কেউ কেউ আবার লিখেছেন, নীতীশ কুমারের উপরে নেটফ্লিক্সের সিরিজ তৈরি করা উচিত।     

কেউ কেউ আবার লিখেছেন, নীতীশ কুমারের উপরে নেটফ্লিক্সের সিরিজ তৈরি করা উচিত।