নীতীশ কুমার

নীতীশ কুমার

ভারতীয় রাজনীতিবিদ নীতীশ কুমার। জনতা দল (ইউনাইটেড)-র প্রধান তিনি। বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। ২০১৫ সাল থেকে তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। এখনও অবধি ৯ বার তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। অটল বিহারী বাজপেয়ীর জমানায় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন নীতীশ।

ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে নীতীশ কুমারের। বিহার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কয়েক মাসের জন্য চাকরিও করেছিলেন।

১৯৮৯ সালে জনতা দল থেকেই রাজনৈতিক কেরিয়ার শুরু নীতীশ কুমারের। ১৯৯৪ সাল অবধি জনতা দলে ছিলেন তিনি। এরপরে ১৯৯৪ সালে জর্জ ফার্নান্ডেজের সঙ্গে সমতা পার্টি তৈরি করেন। ১৯৯৬ সালে লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন। ওই বছর থেকেই এনডিএ জোটে ছিলেন নীতীশ। ২০০৩ সালে সমতা পার্টি-সহ একাধিক দল মিশে জনতা দল(ইউনাইটেড) গঠন করে। ২০১৩ সালে তিনি এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসেন। তৈরি করেন মহাগঠবন্ধন। ২০১৭ সালে আরজেডির সঙ্গে বিরোধের কারণে সেই জোট ভেঙে আবার এনডিএ-তেই ফিরে আসেন নীতীশ কুমার। ২০২২ সালের অগস্ট মাসে ফের এনডিএ ছেড়ে দেন নীতীশ কুমার। ফের আরজেডি, কংগ্রেস সহ ১৯টি দল নিয়ে মহাগঠবন্ধন তৈরি করেন। কিন্তু দেড় বছর কাটতে না কাটতেই, ২০২৪ সালের জানুয়ারি মাসে ফের এনডিএ-তেই যোগ দেন নীতীশ কুমার। এর মাঝে তিনি ২৬টি বিরোধী দলকে নিয়ে ইন্ডিয়া জোটও তৈরি করেছিলেন, কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই জোট ভেঙে বেরিয়ে আসেন তিনি।

Read More