AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নীতীশ কুমার

নীতীশ কুমার

ভারতীয় রাজনীতিবিদ নীতীশ কুমার। জনতা দল (ইউনাইটেড)-র প্রধান তিনি। বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। ২০১৫ সাল থেকে তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। এখনও অবধি ৯ বার তিনি বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। অটল বিহারী বাজপেয়ীর জমানায় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন নীতীশ।

ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে নীতীশ কুমারের। বিহার স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে কয়েক মাসের জন্য চাকরিও করেছিলেন।

১৯৮৯ সালে জনতা দল থেকেই রাজনৈতিক কেরিয়ার শুরু নীতীশ কুমারের। ১৯৯৪ সাল অবধি জনতা দলে ছিলেন তিনি। এরপরে ১৯৯৪ সালে জর্জ ফার্নান্ডেজের সঙ্গে সমতা পার্টি তৈরি করেন। ১৯৯৬ সালে লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন। ওই বছর থেকেই এনডিএ জোটে ছিলেন নীতীশ। ২০০৩ সালে সমতা পার্টি-সহ একাধিক দল মিশে জনতা দল(ইউনাইটেড) গঠন করে। ২০১৩ সালে তিনি এনডিএ জোট ভেঙে বেরিয়ে আসেন। তৈরি করেন মহাগঠবন্ধন। ২০১৭ সালে আরজেডির সঙ্গে বিরোধের কারণে সেই জোট ভেঙে আবার এনডিএ-তেই ফিরে আসেন নীতীশ কুমার। ২০২২ সালের অগস্ট মাসে ফের এনডিএ ছেড়ে দেন নীতীশ কুমার। ফের আরজেডি, কংগ্রেস সহ ১৯টি দল নিয়ে মহাগঠবন্ধন তৈরি করেন। কিন্তু দেড় বছর কাটতে না কাটতেই, ২০২৪ সালের জানুয়ারি মাসে ফের এনডিএ-তেই যোগ দেন নীতীশ কুমার। এর মাঝে তিনি ২৬টি বিরোধী দলকে নিয়ে ইন্ডিয়া জোটও তৈরি করেছিলেন, কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই জোট ভেঙে বেরিয়ে আসেন তিনি।

Read More

Nitish Kumar Oath Taking Ceremony: নীতীশের রেকর্ড ভাঙতে পারেন নীতীশই, দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আজ, মন্ত্রী কারা হবেন?

Bihar Government Formation: আজ, বৃহস্পতিবার পটনার গান্ধী ময়দানে শপথ নেবেন নীতীশ কুমার। বুধবারই তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের আবেদন জানিয়েছেন।  আজ সকাল সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। ২০০৫ সাল থেকে এই নিয়ে চতুর্থবার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রীত্বের শপথ নিতে চলেছেন নীতীশ। 

Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, এবার সরকার চালাবে কে?

Nitish Kumar Oath Taking Ceremony: এদিন যেমন তাঁকে জেডিইউ-র সুপ্রিম নেতা হিসাবে বাছা হয়, তেমনই বিহার বিধানসভাতেও এনডিএ নেতা হিসাবে বাছাই করা হয়। এনডিএ বৈঠকের পরই নীতীশ কুমার রাজভবনে যান বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করতে। এনডিএ-র বাকি নেতারাও উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে। 

Nitish Kumar: বৃহস্পতিতে বিহারের নতুন সরকার গঠন, নীতীশ আদৌ মুখ্যমন্ত্রীর পদ পাবেন তো?

Bihar Assembly Election Results 2025: আজ, সোমবার শেষ ক্যাবিনেট বৈঠক করবেন নীতীশ কুমার। এরপর তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফা জমা দেবেন। জেডিইউ আত্মবিশ্বাসী যে নীতীশ কুমারই দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।

Nitish Kumar: ২৫ বছর ভোটে না লড়ে মুখ্যমন্ত্রী, নীতীশের ঝোলায় আজব রেকর্ড

Nitish Kumar assembly election: ২০০০ সালের ৩ মার্চ প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার। তখন তিনি বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য ছিলেন না। আট দিনের মধ্যে পদত্যাগ করেছিলেন। এরপর ২০০৫ সালে ফের মুখ্যমন্ত্রী হন তিনি। সেইসময়ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। তার বদলে বিধান পরিষদের সদস্য হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের ২০ মে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী পদে থেকেছেন।

Nitish Kumar-JDU: নীতীশকে নিয়ে পোস্ট করেই ডিলিট করে দিল JDU, কী এমন লেখা ছিল তাতে?

Bihar Assembly Election Results 2025: বিহারে নির্বাচনের আগে বিজেপি নেতাদের কথায় স্পষ্ট বোঝা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী পদ নীতীশ কুমারকেই যে দেওয়া হবে, এমন গ্যারান্টি নেই। তারা এই সিদ্ধান্ত বিবেচনা করে দেখবে। কখনওই প্রচারে এটা ঘোষণা করা হয়নি যে জেডিইউ সুপ্রিমোই বিহারে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।    

Nitish Kumar: ‘টাইগার আবি জিন্দা হ্যায়’, ভোটের ফল প্রকাশের আগেই নিজেকে প্রমাণ করলেন নীতীশ

Bihar Assembly Election 2025: পোড় খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বিগত ২০ বছর ধরে তিনি রয়েছেন। অনেকেই এবারের নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতীশের শেষ নির্বাচন। তাঁর স্বাস্থ্য ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৭৪ বছরে এসেও নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, টাইগার আবি জিন্দা হ্যায়।   

Amit Shah on Nitish Kumar: ২০২০-তে মুখ্যমন্ত্রী হতে চাননি নীতীশ কুমার! এবার ভোটে জিতলে কে বসবেন বিহারের গদিতে? উত্তর দিলেন শাহ

Bihar Assembly Election 2025: ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বিহারে কান পাতলে শোনা যাচ্ছে, শাসক এনডিএ-তে "অল ইজ নট ওয়েল"। নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে বিজেপির সম্পর্কে চিড় ধরেছে। সত্যিই কি তাই? বিহারের নির্বাচনে এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী হবেন কে? নীতীশ কুমার নাকি অন্য কেউ?

JDU Candidate List: নিজের জেদ রেখে চিরাগের আসনেই প্রার্থী দিলেন নীতীশ! JDU-র প্রথম প্রার্থীতালিকায় কারা জায়গা পেল?

Bihar Assembly Election 2025: বিহারে ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোটে এবার বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে লড়বে। বাকি আসন চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়াহার দল রাষ্ট্রীয় লোক মোর্চার মধ্যে ভাগ করা হয়েছে। 

Bihar NDA: নীতীশ সরকারকে সমর্থন করে লজ্জিত চিরাগ! বিহারে ভোটের আগেই ভাঙছে NDA জোট?

Bihar Assembly Election: চিরাগ পাসওয়ান বলেন, "আমার মনে হয় এমন একটা সরকারকে সমর্থন করছি যেখানে অপরাধ ক্রমেই বেড়ে চলেছে। এই অপরাধ দমন করা খুব জরুরি, নাহলে ফলাফল খুব খারাপ হবে। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে।"

Internship Stipend: ভোট আসতেই এল ভাতা! এবার দ্বাদশ শ্রেণি পাশ করলেই ৪ হাজার, স্নাতক হলে মিলবে ৬ হাজার টাকা

Bihar Assembly Election 2025: এর কয়েক দিন আগে বিধবা ভাতা ও প্রবীণ নাগরিকদের পেনশনও বাড়ানো হয়েছে। আগে ৪০০ টাকা করে পেতেন তারা। এবার থেকে ১১০০ টাকা করে দেওয়া হবে। জুলাই মাস থেকেই এই বর্ধিত পেনশন পাওয়া যাবে।