AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar: ‘টাইগার আবি জিন্দা হ্যায়’, ভোটের ফল প্রকাশের আগেই নিজেকে প্রমাণ করলেন নীতীশ

Bihar Assembly Election 2025: পোড় খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বিগত ২০ বছর ধরে তিনি রয়েছেন। অনেকেই এবারের নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতীশের শেষ নির্বাচন। তাঁর স্বাস্থ্য ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৭৪ বছরে এসেও নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, টাইগার আবি জিন্দা হ্যায়।   

Nitish Kumar: 'টাইগার আবি জিন্দা হ্যায়', ভোটের ফল প্রকাশের আগেই নিজেকে প্রমাণ করলেন নীতীশ
নীতীশের নামে পোস্টার।Image Credit: X
| Updated on: Nov 14, 2025 | 12:47 PM
Share

পটনা: টাইগার আবি জিন্দা হ্যায়। বিহারে লোকমুখে ঘুরছে সলমনের সিনেমার নাম। লাগানো হয়েছে বড় বড় পোস্টারও। না, সিনেমার প্রচার নয়, এই কথা বলা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর জন্য। আজ বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ (Bihar Assembly Election Results)। সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। আর এক ঘণ্টা কাটতেই রাজ্যজুড়ে পোস্টার পড়ছে নীতীশ কুমারের। তাতে লেখা “টাইগার আবি জিন্দা হ্যায়”। ভোটের ফল প্রকাশের আগেই যেন সকলে আত্মবিশ্বাসী যে মসনদে ফিরছেন নীতীশ কুমার (Nitish Kumar)।

পোড় খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে বিগত ২০ বছর ধরে তিনি রয়েছেন। অনেকেই এবারের নির্বাচনের আগে বলতে শুরু করেছিলেন যে এটাই হয়তো নীতীশের শেষ নির্বাচন। তাঁর স্বাস্থ্য ঘিরে নানা শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৭৪ বছরে এসেও নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, “টাইগার আবি জিন্দা হ্যায়”।

প্রতিবেদন লেখার সময়ে বিহারের ২৪৩ আসনের মধ্যে ১৬৮টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। মহাগঠবন্ধন এগিয়ে ৭০ আসনে। জন সূরজ পার্টি একটি আসনে এগিয়ে। ৪টি আসনে এগিয়ে অন্যান্য দল।

এনডিএ-র মধ্যে জেডিইউ ৭৪ আসনে এগিয়ে, বিজেপি ৭২টি আসনে এগিয়ে, এলজেপি এগিয়ে রয়েছে ১৭ আসনে। হাম ৪টি আসনে এবং আরএলএম একটি মাত্র আসনে এগিয়ে।

যদি এই আসন সংখ্যা বজায় থাকে বা জেডিইউ এগিয়ে যায়, তাহলে ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। গত ২০২০ সালের তুলনায় আরও অন্তত ৩০টি আসন পেতে চলেছে জেডিইউ। ২০২০ সালে জেডিইউ ১১৫টি আসনের মধ্যে মাত্র ৪৩টি আসনে জিতেছিল, যেখানে ২০১৫ সালে ৭১টি আসনে জিতেছিল। বিজেপি ১১০টি আসনে লড়ে ৭৪টি আসনে জিতেছিল।

বিহারে পাল্টু কুমার নামে পরিচিত নীতীশ কুমার। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার জন্য তিনি কখনও এনডিএ, কখনও গঠবন্ধন জোটে নাম লিখিয়েছেন। শেষবার শিবির বদলের পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর কখনও এই ভুল করবেন না। জোট বদল করবেন না। জিতলে এবার তিনি দশমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।