Nitish Kumar: বৃহস্পতিতে বিহারের নতুন সরকার গঠন, নীতীশ আদৌ মুখ্যমন্ত্রীর পদ পাবেন তো?
Bihar Assembly Election Results 2025: আজ, সোমবার শেষ ক্যাবিনেট বৈঠক করবেন নীতীশ কুমার। এরপর তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফা জমা দেবেন। জেডিইউ আত্মবিশ্বাসী যে নীতীশ কুমারই দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন।

পটনা: বিহারে এনডিএ-র বিরাট জয়। রেকর্ড আসন পেয়েছে বিজেপি-জেডিইউ। এবার সরকার গঠনের পালা। জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার নতুন এনডিএ সরকার শপথ গ্রহণ করতে চলেছে। পটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে এখনও এনডিএ-র তরফে ঘোষণা করা হয়নি যে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন কি না।
বিহার বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রচারে গিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন যে নতুন এনডিএ সরকার গঠন হলে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন তিনি। ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে এবার ২০২ আসনে জয়ী হয়েছে এনডিএ জোট, যা সংখ্যাগরিষ্ঠতার সংখ্য়ার থেকে অনেক বেশি। বিজেপি একাই পেয়েছে ৮৯ আসন। জেডিইউ পেয়েছে ৮৫ আসন। এলজেপি পেয়েছে ১৯ আসন। হিন্দুস্তান আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা ৯টি আসন করে জিতেছে। অন্যদিকে, আরজেডি-কংগ্রেসের মহাগঠবন্ধন মাত্র ৩৫টি আসনে জয়ী হয়েছে।
আজ, সোমবার শেষ ক্যাবিনেট বৈঠক করবেন নীতীশ কুমার। এরপর তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফা জমা দেবেন। জেডিইউ আত্মবিশ্বাসী যে নীতীশ কুমারই দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। তবে এনডিএ নির্বাচনের আগেও কিন্তু মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কারোর নাম ঘোষণা করেনি। ফল প্রকাশের পর যেখানে বিহার জুড়ে পোস্টার পড়েছে নীতীশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে, বিজেপি এখনও নিশ্চুপ। রবিবারই জেডিইউ-র ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ঝা দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দেখা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেডিইউ নেতা জানিয়েছেন যে নতুন ক্য়াবিনেটে এবার তারা আরও বেশি প্রতিনিধিত্ব চাইছে। বিগত সরকারে মাত্র ১২ জন মন্ত্রী ছিল। এবার যেহেতু ২০২০ সালের নির্বাচনের তুলনায় আসন সংখ্যা বিপুল হারে বেড়েছে, তাই মন্ত্রী সংখ্যাও বেশি চাইছে।
সূত্রের খবর, ফের একবার মুখ্যমন্ত্রীই হতে চলেছেন নীতীশ কুমার। দুইজন উপমুখ্যমন্ত্রী থাকবে, একজন বিজেপির, একজন এলজেপির।
