AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, এবার সরকার চালাবে কে?

Nitish Kumar Oath Taking Ceremony: এদিন যেমন তাঁকে জেডিইউ-র সুপ্রিম নেতা হিসাবে বাছা হয়, তেমনই বিহার বিধানসভাতেও এনডিএ নেতা হিসাবে বাছাই করা হয়। এনডিএ বৈঠকের পরই নীতীশ কুমার রাজভবনে যান বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করতে। এনডিএ-র বাকি নেতারাও উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে। 

Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের, এবার সরকার চালাবে কে?
নীতীশ কুমার।Image Credit: PTI
| Updated on: Nov 19, 2025 | 5:57 PM
Share

পটনা: বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে গিয়ে তিনি ইস্তফাপত্র জমা দেন। তবে ইস্তফা জমা দিয়েই তিনি ফিরে এলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। কেন? কারণ ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশই।

আজ, বুধবারই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ফের একবার নতুন এনডিএ সরকার গঠনের আবেদন জানাবেন। এদিন যেমন তাঁকে জেডিইউ-র সুপ্রিম নেতা হিসাবে বাছা হয়, তেমনই বিহার বিধানসভাতেও এনডিএ নেতা হিসাবে বাছাই করা হয়। এনডিএ বৈঠকের পরই নীতীশ কুমার রাজভবনে যান বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করতে। এনডিএ-র বাকি নেতারাও উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে।

এই নিয়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। বিকেলেই তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার আবেদন জানাবেন। এনডিএ বিধায়কদের সমর্থনপত্র জমা দেবেন তিনি। আগামিকাল, ২০ নভেম্বর পটনায় বিরাট অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করবেন নীতীশ কুমার। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, এমনটাই সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর গদি নীতীশ কুমারের থাকলেও, অন্যান্য পদগুলি নিয়ে এখনও জটিলতা কাটেনি। উপমুখ্যমন্ত্রী কে বা কারা হবেন, স্পিকার পদ কে পাবেন, তা নিয়ে জটিলতা কাটেনি। জেডিইউ, বিজেপি কেউই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। তবে শোনা যাচ্ছে, বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা-ই ফের একবার উপমুখ্যমন্ত্রী হবেন।