AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JDU Candidate List: নিজের জেদ রেখে চিরাগের আসনেই প্রার্থী দিলেন নীতীশ! JDU-র প্রথম প্রার্থীতালিকায় কারা জায়গা পেল?

Bihar Assembly Election 2025: বিহারে ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোটে এবার বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে লড়বে। বাকি আসন চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়াহার দল রাষ্ট্রীয় লোক মোর্চার মধ্যে ভাগ করা হয়েছে। 

JDU Candidate List: নিজের জেদ রেখে চিরাগের আসনেই প্রার্থী দিলেন নীতীশ! JDU-র প্রথম প্রার্থীতালিকায় কারা জায়গা পেল?
নীতীশ কুমার।Image Credit: PTI
| Updated on: Oct 15, 2025 | 2:32 PM
Share

পটনা: সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। গতকাল, মঙ্গলবারই বিজেপি বিহারে তাদের প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা করেছিল। এবার নিজেদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল নীতীশ কুমারের দল, জনতা দল ইউনাইটেড (JDU)। প্রথম প্রার্থী তালিকায় কাদের কাদের নাম রয়েছে?

বিহার বিধানসভা নির্বাচনের জন্য জেডিইউ-র প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ৫ জন মন্ত্রী। ৩ জন হেভিওয়েট নেতারও নাম রয়েছে। তালিকায় রয়েছে ৪ জন মহিলা প্রার্থীর নাম।  যে ৫ জন মন্ত্রীর নাম রয়েছে, তারা হলেন- গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার, তিনি নালন্দা থেকে লড়বেন। জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী লড়বেন সরাইরঞ্জন থেকে লড়বেন, তথ্য ও জনসংযোগমন্ত্রী মহেশ্বর হাজারি লড়বেন কল্যাণপুর থেকে। সামাজিক কল্যাণ মন্ত্রী মদন সাহনি লড়বেন বাহাদুরপুর থেকে এবং রতনেশ সাদা লড়বেন সোনবর্শা থেকে।

বিহারে ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোটে এবার বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে লড়বে। বাকি আসন চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি, জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা ও উপেন্দ্র কুশওয়াহার দল রাষ্ট্রীয় লোক মোর্চার মধ্যে ভাগ করা হয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে চিরাগ পাসোয়ানের দল ৫টি আসনেই লড়েছিল এবং ৫টিতেই জিতেছিল। এবারের বিধানসভা নির্বাচনেও তাই এলজেপি-কে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এবারের নির্বাচনে চিরাগ পাসোয়ানের কাছে নিশ্চিতভাবে ৫টি আসন যাওয়ার কথা ছিল, সেই আসনে জেডিইউ নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। দলের অন্দরের খবর, এনডিএ-র আসন ভাগাভাগিতে এই আসনগুলি চিরাগ পাসোয়ানকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে মনক্ষুণ্ণ হন নীতীশ কুমার। তিনি জোর দিতে বলেন যে মোরওয়া, সোনবর্শা, রাজগীর, গাইঘাট ও মাথিয়ানি আসন তাদেরই চাই। আজ সেই আসনগুলিতে জেডিইউ প্রার্থী ঘোষণাও করে দিল।