
নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন কাঞ্চন মল্লিক। আধপেটা খেয়ে প্রচণ্ড পরিশ্রম করে সাফল্য পেয়েছিলেন তিনি। জনতা এক্সপ্রেস (একদা ইটিভিতে সম্প্রচারিত)-এর মতো নন-ফিকশন গেম শো সঞ্চালনা করে জনপ্রিয় হয়েছিলেন কাঞ্চন।

সেই কাঞ্চনই সিরিয়াল, সিনেমায় অভিনয় করে বর্তমানে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি।

এই কাঞ্চনের জীবন যখন সবেমাত্র শুরু হচ্ছে, সেই সময় তাঁর প্রেমে পড়েন অনিন্দিতা দাস নামের এক তরুণী। জনতা এক্সপ্রেস দেখে, তিনি কাঞ্চনের অন্ধভক্ত হয়েছিলেন এবং তাঁকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন। পরিবারকে সাফ জানিয়েছিলেন, কাঞ্চন ছাড়া কাউকেই বিয়ে করবেন না তিনি।

অনিন্দিতার প্রেম দেখে তাঁকে ফেরাতে পারেননি কাঞ্চন। তাঁকে বিয়ে করে নিয়ে যান নাকতলার বাড়িতে। সাড় সাত বছর সংসার করার পর সেই বিয়েটা ভেঙে যায়। অনিন্দিতাও অভিনয় করতে শুরু করেন। তাঁকে দেখা যায় রক্তকরবী নাটকে, হারবার্ট ছবিতে। বর্তমানে তিনি সিরিয়ালে অভিনয় করছেন মায়ের চরিত্রে। অনিন্দিতার সঙ্গে বিয়ে ভাঙার পর একাকী হয়ে পড়েন কাঞ্চন।

'সংসার সুখের হয় রমণীর গুণে' নামের এক সিরিয়ালে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে শুরু করেন কাঞ্চন এবং অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়। লাঞ্চের সময় কাঞ্চনকে কেবলই সিগারেট খেতে দেখে রেগে যেতেন পিঙ্কি। তাঁকে ধমকও দিতেন খুব। পিঙ্কির এই যত্ন দেখে কাঞ্চন তাঁকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন।

কাঞ্চন-পিঙ্কি।

কাঞ্চন-শ্রীময়ী।

কাঞ্চন-শ্রীময়ী।