বিরিয়ানি প্রেমিক সলমন, রাঁধুনিকে সঙ্গে নিয়েই বিদেশে পাড়ি

Jan 23, 2024 | 1:50 PM

Food Lover Salman Khan: গোটা টিমের সঙ্গে স্থির করেন তিনি রাঁধুনিকেও সঙ্গে নিয়ে নেবেন। কি? শুনে অবাক হচ্ছেন? ভাইজান এমনটাই করেছিলেন। লণ্ডনে চলছিল শুটিং। যেখানে কন্টিনেনটাল খেতে খেতে তিনি ক্লান্ত। ফলে তিনি বড় সিদ্ধান্ত নিয়ে বসেন, বুঝে উঠতে পারেনি তাঁর টিম, এটাও সম্ভব?

1 / 9
সলমন খান। বরাবরই ভীষণ ফুডি। খেতে ভীষণ পছন্দ করেন ভাইজান। খাওয়া ছাড়া তাঁর আর কোনও দুর্বলতাই নেই। ডায়েট তিনি করেন না।

সলমন খান। বরাবরই ভীষণ ফুডি। খেতে ভীষণ পছন্দ করেন ভাইজান। খাওয়া ছাড়া তাঁর আর কোনও দুর্বলতাই নেই। ডায়েট তিনি করেন না।

2 / 9
পরিবারের সকলের সঙ্গে বসে খান। সেই খাবারের টেবিলের ছবি একাধিকবার ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। যেখানে কাবাব, বিরিয়ানি সবই থাকে।

পরিবারের সকলের সঙ্গে বসে খান। সেই খাবারের টেবিলের ছবি একাধিকবার ভাইরাল হয়ে গিয়েছিল নেটদুনিয়ায়। যেখানে কাবাব, বিরিয়ানি সবই থাকে।

3 / 9
সলমন খান ফিটনেস নিয়ে যত্নশীল হলেও, কোথাও গিয়ে যেন সলমন খান খাবারের বিষয় বিন্দুমাত্র ত্যাগ করা পছন্দ করেন না। নিমন্ত্রণ পেয়ে প্রাণভরে খেতে দেখা গিয়েছে বহুবার।

সলমন খান ফিটনেস নিয়ে যত্নশীল হলেও, কোথাও গিয়ে যেন সলমন খান খাবারের বিষয় বিন্দুমাত্র ত্যাগ করা পছন্দ করেন না। নিমন্ত্রণ পেয়ে প্রাণভরে খেতে দেখা গিয়েছে বহুবার।

4 / 9
আর তাঁর প্রিয় খাবারের তালিকায় সব সময় থাকে বিরিয়ানি। তিনি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করেন। সলমন খানের ভালবাসাটা এতটাই বেশি যে তিনি একবার ভয়ানক কাণ্ড করে বসেন।

আর তাঁর প্রিয় খাবারের তালিকায় সব সময় থাকে বিরিয়ানি। তিনি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করেন। সলমন খানের ভালবাসাটা এতটাই বেশি যে তিনি একবার ভয়ানক কাণ্ড করে বসেন।

5 / 9
ছবির শুটিং-এ ব্যস্ত সকলে। হঠাৎই সলমন খান গোটা টিমের সঙ্গে স্থির করেন তিনি রাঁধুনিকেও সঙ্গে নিয়ে নেবেন। কি? শুনে অবাক হচ্ছেন? ভাইজান এমনটাই করেছিলেন।

ছবির শুটিং-এ ব্যস্ত সকলে। হঠাৎই সলমন খান গোটা টিমের সঙ্গে স্থির করেন তিনি রাঁধুনিকেও সঙ্গে নিয়ে নেবেন। কি? শুনে অবাক হচ্ছেন? ভাইজান এমনটাই করেছিলেন।

6 / 9
লণ্ডনে চলছিল শুটিং। যেখানে কন্টিনেনটাল খেতে খেতে তিনি ক্লান্ত। ফলে স্থির করেছিলেন তিনি নিজের রাঁধুনিকে সঙ্গে করে নিয়ে যাবেন। তেমনটাই করেছিলেন।

লণ্ডনে চলছিল শুটিং। যেখানে কন্টিনেনটাল খেতে খেতে তিনি ক্লান্ত। ফলে স্থির করেছিলেন তিনি নিজের রাঁধুনিকে সঙ্গে করে নিয়ে যাবেন। তেমনটাই করেছিলেন।

7 / 9
সেখানেই জমিয়ে রান্না হয়েছিল বিরিয়ানি। সেটের সকলেই খেয়েছিলেন ভীষণ মজা করে। সলমন খান তাঁদের টিমের প্রতি বারবারই ভীষণ যত্নশীল।

সেখানেই জমিয়ে রান্না হয়েছিল বিরিয়ানি। সেটের সকলেই খেয়েছিলেন ভীষণ মজা করে। সলমন খান তাঁদের টিমের প্রতি বারবারই ভীষণ যত্নশীল।

8 / 9
নিজেই জানিয়েছিলেন, সকলকে চমকে দিতেই সলমন খান এই আয়োজন করেছিলেন। লন্ডনে বসে বাড়ির স্বাদের বিরিয়ানি খেয়ে খুশিও হয়েছিলেন সকলে।

নিজেই জানিয়েছিলেন, সকলকে চমকে দিতেই সলমন খান এই আয়োজন করেছিলেন। লন্ডনে বসে বাড়ির স্বাদের বিরিয়ানি খেয়ে খুশিও হয়েছিলেন সকলে।

9 / 9
শাহরুখ খান, যাঁর মুখের সংলাপ, যাঁর পর্দার চরিত্রের উপস্থাপনা বারবার দর্শককে কাঁদায়, সেই মানুষটাই নিজে কখন কান্নায় ভেঙে পড়েন জানেন? একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছে তিনি বেশ ইমোশনাল, অর্থাৎ আবেগপ্রবণ।

শাহরুখ খান, যাঁর মুখের সংলাপ, যাঁর পর্দার চরিত্রের উপস্থাপনা বারবার দর্শককে কাঁদায়, সেই মানুষটাই নিজে কখন কান্নায় ভেঙে পড়েন জানেন? একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছে তিনি বেশ ইমোশনাল, অর্থাৎ আবেগপ্রবণ।