Bharat Jain: বিশ্বের সবচেয়ে ধনী ভিখিরি, ভরত জৈন যে ভাবে হয়ে উঠেছেন কোটি কোটি টাকার মালিক

Dec 11, 2024 | 1:29 AM

World’s Richest Beggar: ব্যস্ত রাস্তা। বাস, ট্রেন। নানা জায়গা। কেউ বা বাধ্য হয়ে, কেউ 'ব্যবসা'! ভিক্ষে করেন প্রচুর মানুষ। এই চিত্রটা শুধু ভারত বর্ষের নয়। গোটা বিশ্বের সমস্ত দেশেই প্রায় একই চিত্র দেখা যাবে। কোথাও হয়তো সংখ্যায় কম-বেশি। কিন্তু ভিক্ষে করে কোটি কোটি টাকার সম্পত্তি! ভারতেই রয়েছেন এমন একজন। মুম্বইয়ের বস্তিলাইন স্ট্রিট, শিবাজি মহারাজ টার্মিনাস, আজাদ ময়দানে গেলে দেখা মিলবেই বিশ্বের সবচেয়ে ধনী ভিখিরির।

1 / 8
ব্যস্ত রাস্তা। বাস, ট্রেন। নানা জায়গা। কেউ বা বাধ্য হয়ে, কেউ 'ব্যবসা'! ভিক্ষে করেন প্রচুর মানুষ। এই চিত্রটা শুধু ভারত বর্ষের নয়।

ব্যস্ত রাস্তা। বাস, ট্রেন। নানা জায়গা। কেউ বা বাধ্য হয়ে, কেউ 'ব্যবসা'! ভিক্ষে করেন প্রচুর মানুষ। এই চিত্রটা শুধু ভারত বর্ষের নয়।

2 / 8
গোটা বিশ্বের সমস্ত দেশেই প্রায় একই চিত্র দেখা যাবে। কোথাও হয়তো সংখ্যাটা লাগামছাড়া আবার কোথাও সামান্য।

গোটা বিশ্বের সমস্ত দেশেই প্রায় একই চিত্র দেখা যাবে। কোথাও হয়তো সংখ্যাটা লাগামছাড়া আবার কোথাও সামান্য।

3 / 8
কিন্তু ভিক্ষে করে কোটি কোটি টাকার সম্পত্তি! ভারতেই রয়েছেন এমন একজন। যিনি এ ভাবেই হয়ে উঠেছে কোটিপতি। তাঁর নাম ভরত জৈন।

কিন্তু ভিক্ষে করে কোটি কোটি টাকার সম্পত্তি! ভারতেই রয়েছেন এমন একজন। যিনি এ ভাবেই হয়ে উঠেছে কোটিপতি। তাঁর নাম ভরত জৈন।

4 / 8
মুম্বইয়ের বস্তিলাইন স্ট্রিট, শিবাজি মহারাজ টার্মিনাস, আজাদ ময়দানে গেলে দেখা মিলবেই বিশ্বের সবচেয়ে ধনী ভিখিরির।

মুম্বইয়ের বস্তিলাইন স্ট্রিট, শিবাজি মহারাজ টার্মিনাস, আজাদ ময়দানে গেলে দেখা মিলবেই বিশ্বের সবচেয়ে ধনী ভিখিরির।

5 / 8
শুরুতেই যেটা বলেছিলাম, বাধ্য হয়ে...। ভরত জৈনের ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। ছোট্টবেলাতেই পরিবারের নানা সমস্যা দেখেছিলেন। বাড়ির আর্থিক দূরবস্থা দেখে ভিক্ষে শুরু করেন ভরত। পরিবারের প্রয়োজন মেটানো দিকে নজর দিতে গিয়ে লেখাপড়া করার সুযোগ হয়নি।

শুরুতেই যেটা বলেছিলাম, বাধ্য হয়ে...। ভরত জৈনের ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। ছোট্টবেলাতেই পরিবারের নানা সমস্যা দেখেছিলেন। বাড়ির আর্থিক দূরবস্থা দেখে ভিক্ষে শুরু করেন ভরত। পরিবারের প্রয়োজন মেটানো দিকে নজর দিতে গিয়ে লেখাপড়া করার সুযোগ হয়নি।

6 / 8
আত্মসম্মানের দিক থেকে ভাবলে, কেউই ভিক্ষে করে বাঁচতে চায় না। কিন্তু উপায় না থাকলে! শুরুর দিকে অস্বস্তি হলেও এই জীবনের সঙ্গে সন্ধী করে নিয়েছিলেন ভরত।

আত্মসম্মানের দিক থেকে ভাবলে, কেউই ভিক্ষে করে বাঁচতে চায় না। কিন্তু উপায় না থাকলে! শুরুর দিকে অস্বস্তি হলেও এই জীবনের সঙ্গে সন্ধী করে নিয়েছিলেন ভরত।

7 / 8
বছরের পর বছর পরিশ্রম করে গিয়েছেন। স্থান এবং পরিস্থিতি দেখে দিনে ১০-১২ ঘণ্টা ভিক্ষে করে গিয়েছেন। আর এখন সেই তিনিই সাড়ে সাত কোটি বেশি টাকার মালিক!

বছরের পর বছর পরিশ্রম করে গিয়েছেন। স্থান এবং পরিস্থিতি দেখে দিনে ১০-১২ ঘণ্টা ভিক্ষে করে গিয়েছেন। আর এখন সেই তিনিই সাড়ে সাত কোটি বেশি টাকার মালিক!

8 / 8
শুধু তাই নয়, একাধিক সম্পত্তিও রয়েছে। তাঁর মাসিক উপার্জন অনেক চাকুরিজীবীর বেতনের তুলনায়ও বেশি। মাসে অন্তত ৬০-৭৫ হাজার আয় করেন ভরত জৈন! তাঁর এই পেশার জন্যই একই সঙ্গে বিলাসবহুল জীবন যাপন করতে পারছে পরিবারও।

শুধু তাই নয়, একাধিক সম্পত্তিও রয়েছে। তাঁর মাসিক উপার্জন অনেক চাকুরিজীবীর বেতনের তুলনায়ও বেশি। মাসে অন্তত ৬০-৭৫ হাজার আয় করেন ভরত জৈন! তাঁর এই পেশার জন্যই একই সঙ্গে বিলাসবহুল জীবন যাপন করতে পারছে পরিবারও।

Next Photo Gallery