
কালো রং শাহরুখের খুবই পছন্দের। তাই সুযোগ পেলেই কালো রঙের পোশাক পরেন তিনি। এই যেমন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় যখন মেটগালার কথা বলেন, শাহরুখ প্রথমেই জিজ্ঞাসা করেন, পোশাক কী রঙের?

৫ মে নিউ ইয়র্কের জনপ্রিয় ফ্যাশন ইভেন্ট মেট গালার লাল কার্পেটে প্রথমবার পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। কালো পোশাক, গলা ভর্তি গয়না, চোখে কালো সানগ্লাস নিয়ে কার্পেটে পা দিতেই হইচই পড়ে গেল। নজর কাড়ল শাহরুখের হাতের বাহারি লাঠিতেও। মেট গালায় বাদশার এন্ট্রি দেখে হলিউডের মাটিতেও শোরগোল।

একই ইভেন্টে শাহরুখ-প্রিয়াঙ্কা। প্রাক্তনের সঙ্গে কি মুখোমুখি হলেন প্রিয়াঙ্কা? সে খবর অবশ্য পাওয়া না গেলেও, স্বামী নিক জোনাসকে নিয়ে নজর কাড়লেন পিগি চপস। সাদা, কালোর পলকা ডটের পোশাক এবং ব্রিটিশ টুপি মাথায় নিয়ে প্রিয়াঙ্কা একেবারে যেন সাদা কালো সময়ের বিউটি কুইন।

মেটগালার লাল কার্পেটেও, কেয়ারিং স্বামী হিসেবে নজর কাড়লেন নিক জোনাস। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে প্রিয়াঙ্কার কোমরে হাত দিয়েই তুললেন ছবি।

বেবি বাম্প নিয়েই মেট গালার লাল কার্পেটে দেখা মিলল কিয়ারা আদবাণীর। ডিজাইনার গৌরব গুপ্তর কালো ও সোনালি পোশাকে নজর কাড়লেন হবু মা।

শুধু তাই নয়, পার্টিকে শাকিরার পাশে বসে বিন্দাস আড্ডায় দিলজিৎ। কথা বললেন, পপ গান নিয়ে। এমনকী, নিজের বাড়িতে শাকিরাকে নিমন্ত্রণও করলেন দিলজিৎ।

পঞ্জাবি সাবেকি পোশাকে নজর কাড়লেন গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। হাতে তলোয়ার নিয়ে মেট গালার রেডকার্পেটে নজর কাড়লেন তিনি।

তবে এবারের মেট গালা যেন শাহরুখময়। দুহাত ছড়িয়ে নিজের স্টাইলে মেট গালার রেড কার্পেটে শাহরুখ বুঝিয়ে দিলেন হলিউড হোক বা বলিউড, তিনিই সিনেমার বাদশা!