‘জুন আন্টি’ ঊষসীর বাড়িতে কাজ করতে চান না পরিচারিকারা, কারণ জানলে চমকে যাবেন!

Sneha Sengupta |

Apr 30, 2024 | 7:29 AM

Ushasie Chakraborty: বাড়িতে পরিচারিকারা কাজ করতে চাইছিলেন না। মহা বিপদে পড়েছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তাঁকে সব কাজ একা হাতেই করতে হচ্ছিল। কিন্তু ঠিক কী কারণে তাঁর বাড়িতে কাজ করতে চাইছিলেন না পরিচারিকারা, শুনলে খুব অবাক হবেন।

1 / 8
তিনি বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় খলনায়িকা। প্রথম বলেই বল পাঠিয়েছিলেন বাউন্ডারির বাইরে। সেই সিরিয়ালের নাম ছিল 'শ্রীময়ী'। ধারাবাহিকে ঘরভাঙানি জুন আন্টির চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন এই জুন আন্টি।

তিনি বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় খলনায়িকা। প্রথম বলেই বল পাঠিয়েছিলেন বাউন্ডারির বাইরে। সেই সিরিয়ালের নাম ছিল 'শ্রীময়ী'। ধারাবাহিকে ঘরভাঙানি জুন আন্টির চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন এই জুন আন্টি।

2 / 8
জুন আন্টির চরিত্রে মুখ ভেংচে অভিনয় করতেন ঊষসী চক্রবর্তী। এতটাই তিনি জনপ্রিয় হয়েছিলেন যে নির্বাচনের সময় প্ল্যাকার্ডে লেখা হয়েছিল, 'অমিত শাহ, তুমি জুন আন্টির চেয়েও খারাপ'...। এ সবই তারিয়ে-তারিয়ে উপভোগ করেন ঊষসী।

জুন আন্টির চরিত্রে মুখ ভেংচে অভিনয় করতেন ঊষসী চক্রবর্তী। এতটাই তিনি জনপ্রিয় হয়েছিলেন যে নির্বাচনের সময় প্ল্যাকার্ডে লেখা হয়েছিল, 'অমিত শাহ, তুমি জুন আন্টির চেয়েও খারাপ'...। এ সবই তারিয়ে-তারিয়ে উপভোগ করেন ঊষসী।

3 / 8
তবে জুন আন্টির চরিত্রে অভিনয় করতে গিয়ে কোথায় যেন একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন ঊষসী। সাধারণ দর্শক তাঁর অভিনয় শৈলীকে বাস্তব ভেবে নিয়েছিলেন। ভেবে নিয়েছিলেন আসল জীবনে বুঝি ঊষসী এরকমই শয়তান প্রকৃতির মানুষ। ফলে প্রচুর বেগ পেতে হয়েছিল তাঁকে।

তবে জুন আন্টির চরিত্রে অভিনয় করতে গিয়ে কোথায় যেন একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন ঊষসী। সাধারণ দর্শক তাঁর অভিনয় শৈলীকে বাস্তব ভেবে নিয়েছিলেন। ভেবে নিয়েছিলেন আসল জীবনে বুঝি ঊষসী এরকমই শয়তান প্রকৃতির মানুষ। ফলে প্রচুর বেগ পেতে হয়েছিল তাঁকে।

4 / 8
কী ধরনের বেগ? যেমন জুন আন্টির চরিত্রে শয়তানি করার সময় ঊষসীর বাড়িতে পরিচারিকারা কাজ করতে আসতে চাইতেন না। বলতেন, "দিদি তুমি খুব শয়তান। তোমার বাড়িতে কাজ করতে আসব না। তোমার বাড়িতে কাজ করলে, অন্য বাড়ির কাজগুলোও হারাবে আমাদের...।"

কী ধরনের বেগ? যেমন জুন আন্টির চরিত্রে শয়তানি করার সময় ঊষসীর বাড়িতে পরিচারিকারা কাজ করতে আসতে চাইতেন না। বলতেন, "দিদি তুমি খুব শয়তান। তোমার বাড়িতে কাজ করতে আসব না। তোমার বাড়িতে কাজ করলে, অন্য বাড়ির কাজগুলোও হারাবে আমাদের...।"

5 / 8
ভাবুন খালি, এই সমস্যার সম্মুখীন হতে হয় ঊষসীকে। স্পর্শকাতর অভিনেত্রী ছুট্টে গিয়েছিলেন 'শ্রীময়ী'র লেখিকা লীনা গঙ্গোপাধ্য়ায়ের কাছে। তাঁকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, "আমাকে একটু ভাল করে দাও না। আমার বাড়ির কাজের লোকেরাও তো আর কাজ করতে চাইছে না। আমার উপর এত্ত রেগে যাচ্ছে...।"

ভাবুন খালি, এই সমস্যার সম্মুখীন হতে হয় ঊষসীকে। স্পর্শকাতর অভিনেত্রী ছুট্টে গিয়েছিলেন 'শ্রীময়ী'র লেখিকা লীনা গঙ্গোপাধ্য়ায়ের কাছে। তাঁকে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, "আমাকে একটু ভাল করে দাও না। আমার বাড়ির কাজের লোকেরাও তো আর কাজ করতে চাইছে না। আমার উপর এত্ত রেগে যাচ্ছে...।"

6 / 8
ঊষসীর মুখে, এই কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েছিলেন লীনা। অভিনেত্রীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, "এই যে তোমাকে দেখে ওনারা আর কাজ করতে আসতে চাইছেন না, এটাই কিন্তু তোমার স্বার্থকতা।"

ঊষসীর মুখে, এই কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়েছিলেন লীনা। অভিনেত্রীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, "এই যে তোমাকে দেখে ওনারা আর কাজ করতে আসতে চাইছেন না, এটাই কিন্তু তোমার স্বার্থকতা।"

7 / 8
'শ্রীময়ী' ধারাবাহিকটা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। দীর্ঘ বিরতির পর লীনারই আরও একটি সিরিয়ালে অভিনয় করছেন ঊষসী। সেই সিরিয়ালের নাম 'রোশনাই'। তাতেও ভিলেনের চরিত্রটাই অফার করা হয়েছে ঊষসীকে। কাজে ফিরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

'শ্রীময়ী' ধারাবাহিকটা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। দীর্ঘ বিরতির পর লীনারই আরও একটি সিরিয়ালে অভিনয় করছেন ঊষসী। সেই সিরিয়ালের নাম 'রোশনাই'। তাতেও ভিলেনের চরিত্রটাই অফার করা হয়েছে ঊষসীকে। কাজে ফিরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

8 / 8
TV9 বাংলাকে বলেছেন, "আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। এটা আমার কাছে ঘর ওয়াপসি। পরিবার একত্রিত হলে যেটা হয়, আমারও সেটাই হচ্ছে এখন। জমিয়ে কাজটা করছি। আশা করি আমাকে মানুষ আরও বেশি করে ঘৃণা করবেন।"

TV9 বাংলাকে বলেছেন, "আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। এটা আমার কাছে ঘর ওয়াপসি। পরিবার একত্রিত হলে যেটা হয়, আমারও সেটাই হচ্ছে এখন। জমিয়ে কাজটা করছি। আশা করি আমাকে মানুষ আরও বেশি করে ঘৃণা করবেন।"

Next Photo Gallery