বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জীবনে প্রেম এসেছে বহু। কখনও তিনি প্রেমে পড়েছেন। কখনও তাঁর প্রেমে পড়েছেন মানুষ। তবে তাঁর মতো সুন্দরীর প্রেম প্রত্যাখ্যান করেছিলেন এক ব্যক্তি।
সেই ব্যক্তি আর কেউ নন, ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা অজয় জাদেজা। মাধুরী তাঁর প্রেমে পড়েছিলেন কেরিয়ারের শুরুতে।
সেই সময় ক্রিকেটের ময়দানে ঝড় তুলছেন অজয়। বিজ্ঞাপনের দুনিয়াতেও হয়ে উঠেছেন পরিচিত।
সে রকমই এক বিজ্ঞাপনী ছবির প্রচারে অজয়ের সঙ্গে কাজ করতে আসেন মাধুরী। তার আগে থেকেই অজয়কে চুপিসারে মন দিয়ে বসেছিলেন মাধুরী।
বিজ্ঞাপনের সময় আলাপ জমে ওঠে আরও। একে-অপরের অনেক কাছাকাছি চলে আসেন অজয়-মাধুরী। প্রেমে পড়ে গিয়েছিলেন একে-অপরের।
সেই সময়ই মাধুরী জানতে পারেন অজয়ের সিনেমাপ্রেমের কথা। তিনিও অভিনেতা হতে চেয়েছিলেন। প্রেমিকের জন্য কম চেষ্টা করেননি মাধুরীও। তাঁকে প্রযোজকের কাছে নিয়ে গিয়েছিলেন।
কিন্তু সে সময় লাভের লাভ কিছুই হয়নি। অজয় সিনেমায় সুযোগ পেলেও কিনারা করতে পারলেন না অভিনয় কেরিয়ারের। তারপর ভাঙতে বসল অজয়-মাধুরীর সম্পর্কও।
অজয় জাদেজা গুজরাতের নাবানায়র রাজ পরিবারের ছেলে। এদিকে কোনও রাজ পরিবারের রক্ত ছিল না মাধুরীর শরীরে। তাই সেই সম্পর্ককে অজয়ের পরিবার থেকেই মানা হয়নি। অনিচ্ছা সত্ত্বেও মাধুরীকে ফেরাতে বাধ্য় হয়েছিলেন অজয়।