বর্তমানে প্রায় প্রতিটা বিগবাজেট বলিউড ছবির সঙ্গেই কোনও না কোনওভাবে জড়িত সলমন খান । কোনও ছবিতে ক্যামিও, কোনও ছবিতে আবার তাঁর স্পেশ্যাল উপস্থিতি। সব মিলিয়ে বলিউড যে এক কথায় কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে তা বলাই বাহুল্য।
তালিকা থেকে বাদ পড়েননি কার্তিক আরিয়ানও। তাঁর আগামী ছবি ‘শেহজ়াদা’ এখন চর্চায়। রাত পোহালেই মুক্তি পেতে চলেছে ছবি। অভিনয়ে রয়েছেন কার্তিক আরিয়ানের সঙ্গে কৃতি স্যাননও। সদ্য কলকাতা সফর সেরে গেলেন অভিনেতা কার্তিক আরিয়ান।
ছবির মুক্তির আগেই প্রচারে ব্যস্ত ছিলেন তখন কার্তিক। আর সেই প্রচার মাঝে নানা প্রশ্নের উত্তর দিয়েছিলেন কার্তিক আরিয়ান। ছবিতে রয়েছে সলমন খানের গানের রিমেক। ‘ক্যারেকটার ঢিলা হ্যায়’ গানের সঙ্গে নাচতে দেখা যায় কার্তিক আরিয়ানকে।
ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবি ঘিরে চর্চা তুঙ্গে। গান নিয়ে মুখ খুলে কার্তিক আরিয়ান জানিয়েছিলেন, তিনি যখন এই গানের অফার পেয়েছিলেন সলমন খান খোদ তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে সাবধানও করে দিয়েছিলেন তাঁকে।
এই গানে সলমন খানের উপস্থিতিও বিশাল পাওয়া কার্তিকের জন্য বলেই জানান শেহজ়াদা অভিনেতা। যেখানেই যাচ্ছেন সেখানেই এই গান নিয়ে খুব ভাল প্রতিক্রিয়া পাচ্ছেন। তবে গান নিয়ে কার্তিককে সলমন খান একটা কথা বলেছিলেন, গানে একটি দৃশ্যে নীচে বসে স্টেপ করছিলেন অভিনেতা।
যে পোজ় দেখে মজার ছলে সলমন খান বলেছিলেন, কপালে দুঃখ আছে। খুব যন্ত্রণা হবে। সলমন খানকে কার্তিক ধন্যবাদ জানাতেও পিছপা হন না।
বর্তমানে কার্তিক আরিয়ান বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা। যাঁকে নিয়ে সর্বত্র জল্পনা থাকে তুঙ্গে। একের পর এক ছবি এখন তাঁর ঝুলিতে।
কার্তিককে নিয়ে এখন বহু ছবি করার পরিকল্পনায় পরিচালকেরা। তালিকা থেকে বাদ পড়ছেন না করণ জোহরও। একটা সময়ের বচসা ভুলে এমনটাই খবর তুঙ্গে।