ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত বাবা-মায়ের সন্তান তিনি। বাবার নাম রাজ বব্বর। তাঁর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মিতা পাটিলের সন্তান প্রতীক বক্কর।
মাত্র কয়েকটি ছবিতে কাজ করার পর আর সেভাবে নিজের জায়গা করতেই পারলেন না এই প্রতিভাবান অভিনেতা।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত 'জানে তুই ইয়া জানে না' ছবিতে ইমরান খান এবং জেনেলিয়া ডিসুজার সঙ্গে অভিনয় করেছিলেন প্রতীক। ছোট্ট একটি চরিত্রেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি।
'ফোর মোর শর্টস প্লিজ়'ওয়েব সিরিজ়ের দুটি সিজ়নেই বারটেন্ডারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রতীককে। আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের 'ধোবি ঘাটে' দেখা যায় তাঁকে।
১৬ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন প্রতীক। কিন্তু এখনও পর্যন্ত দাগ কাটার মতো কোনও চরিত্রে তাঁকে দেখাই যায়নি।
কিরণ রাওয়ের 'ধোবি ঘাট' ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করলেও সেই ছবিটি মুখ থুবড়ে পড়েছিল।
ছবিটির জন্য খুবই মেহনত করেছিলেন প্রতীক। দিনের পর দিন ধোবি ঘাটে বসে থাকতেন তিনি। দিনে ৮-৯ ঘণ্টা কাপড় ধুতেন। ধোপা কিংবা ধোবি হিসেবে কাজও করেছিলেন ছবির প্রস্তুতি পর্বে।
এক সাক্ষাৎকারে প্রতীক বলেছিলেন, "'ধোবি ঘাট' ছবিতে অভিনয় করতে-করতে আমি খুব ভাল কাপর ধোয়া শিখে নিয়েছি। চাইলে সেই কাজটাও আমি করতে পারি।"