চোখে-মুখে বয়সের ছাপ উধাও, ৪৮-এর প্রীতিকে দেখলে চমকে যাবেন আপনি
Preity Zinta: প্রীতি জিন্টার সেই রূপ দেখেই সকলকে চমকে উঠছেন। দিন দিন আরও যেন তরুণ হচ্ছেন তিনি। ভাল চরিত্র পেলে কামব্যাকও করবেন অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছিল ভাইয়াজি সুপারহিট ছবিতে, যা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। তারপর পর্দায় তাঁকে দেখা যায়নি।
1 / 8
প্রীতি জিন্টা। একের পর এক হিট যাঁর ঝুলিতে, সেই অভিনেত্রীকে নিয়ে আরও একবার চর্চা তুঙ্গে। শাহরুখ খানের সঙ্গে বীরজারা, কাভি আলভিদা না কহনে না, ছবিই অনেকটা পাল্টে গিয়েছিলেন তিনি।
2 / 8
চোখে মুখে পড়েছিল বয়সের ছাপ। প্রীতিকে দেখে অনেকেই চিনতে পারেন না বর্তমানে। তবে বর্তমান বললে ভুল হবে। ২০১৩ সাল থেকে ২০২১, এই সময়টাতে আইপিএল-কে কেন্দ্র করে মিডিয়ার সামনে এসেছেন তিনি।
3 / 8
তবে উল্লেখ্য কোনও ছবি করতে দেখা যায়নি প্রীতিকে। মুখের আদলও পাল্টেছিল অনেকটা। চোখে মুখে পড়েছিল বয়সের ছাপ। যে ছবি অধিকাংশেরই চেনা।
4 / 8
তবে এবার সম্প্রতিতে প্রীতি যে রূপ ধরলেন তা দেখে চক্ষু চড়ক গাছ নেটপাড়ার। বয়স যেন এক ধাক্কায় কমে গিয়েছে তাঁর ২০ বছর।
5 / 8
চেহারায় সেই পুরোনো জেল্লা। চোখে মুখে সেই কাল হো না ছবির ছাপ। ছিপছিপে চেহারা। শরীরে যেন ফিরে এসেছে হারানো যৌবন। প্রীতি এখন শরীরচর্চায় ব্যস্ত।
6 / 8
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই মাঝে মধ্যে সেই ছবি ধরা পড়ছে। প্রীতি জিন্টার সেই রূপ দেখেই সকলকে চমকে উঠছেন। দিন দিন আরও যেন তরুণ হচ্ছেন তিনি।
7 / 8
ভাল চরিত্র পেলে কামব্যাকও করবেন অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছিল ভাইয়াজি সুপারহিট ছবিতে, যা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। তারপর পর্দায় তাঁকে দেখা যায়নি।
8 / 8
দ্য নাইট ম্যানেজার সিরিজ, যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল, আদিত্য রায় কাপুরকে। সেই সিরিজের প্রযোজক ছিলেন তিনি। বর্তমানে কীসের প্রস্তুতিতে ব্যস্ত তা রহস্যই রয়ে গিয়েছে এখনও।