
আজ তাঁর প্রথম ছবি মুক্তি পেল সিনেমা হলে।

তাই গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে একা সিদ্ধিবিনায়ক মন্দিরে যাননি মানুসী চিল্লার। মানুসীর সঙ্গে তাঁর বাবা-মা ছিলেন।

মানুসী সিদ্ধিবিনায়ক মন্দিরের যান সাদা রঙের সালোয়ার কামিজ পরে। তাঁকে বেশ সুন্দর দেখাচ্ছিল। মানুসীর বাবা-মাও সাদা রঙের পোশাক পরেছিলেন।

‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে মানুসী চিল্লার পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার চরিত্রে অভিনয় করেছেন। মানুষী, যা দর্শকদের খুবই পছন্দের।

প্রথম ছবি মুক্তির খুশি মানুসীর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। মানুসী হাসিমুখে সিদ্ধিবিনায়ক মন্দিরের বাইরে ফটোগ্রাফারদের জন্য পোজও দিয়েছেন।

সিদ্ধিবিনায়ক মন্দিরে মানুসী চিল্লার। পুজোর জন্য ডালা কিনছেন।