Tolly Couple Gets Married: ‘বাঘাযতীন’ ও ‘মা সারদা’র সাত পাক, মণ্ডপে অপরাজিতা আঢ্য, বিয়ে জমে ক্ষীর

Sneha Sengupta |

Nov 28, 2023 | 2:59 PM

Swarnadipta-Arpita: একজন সিরিয়াল জীবন শুরু করেছিলেন মা সারদার চরিত্রে অভিনয় করে। অন্যজন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন 'নেতাজি' ধারাবাহিকে বাঘাযতীন হয়ে। এই দুই তারকা বিয়ে করলেন একে-অপরকে। সাক্ষী থাকলেন অপরাজিতা আঢ্য।

1 / 8
কিন্তু পিকচারে অপরাজিতা এলেন কীভাবে? এলেন কারণ, তিনি এই অভিনেতা যুগলের পর্দার 'মা'। 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' সিরিয়ালে অভিনয় করেছিলেন একসঙ্গে। এবং সেই সিরিয়ালে অপরাজিতার ছেলে-বউমার চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডল।

কিন্তু পিকচারে অপরাজিতা এলেন কীভাবে? এলেন কারণ, তিনি এই অভিনেতা যুগলের পর্দার 'মা'। 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' সিরিয়ালে অভিনয় করেছিলেন একসঙ্গে। এবং সেই সিরিয়ালে অপরাজিতার ছেলে-বউমার চরিত্রে অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত ঘোষ এবং অর্পিতা মণ্ডল।

2 / 8
সিরিয়ালে অভিনয় করতে-করতেই একে-অপরের কাছাকাছি এসেছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। প্রেম করেছেন চুটিয়ে। তারপর বিয়েটাও সেরে ফেললেন ২৭ নভেম্বর।

সিরিয়ালে অভিনয় করতে-করতেই একে-অপরের কাছাকাছি এসেছিলেন স্বর্ণদীপ্ত-অর্পিতা। প্রেম করেছেন চুটিয়ে। তারপর বিয়েটাও সেরে ফেললেন ২৭ নভেম্বর।

3 / 8
বাগুইআটির মেইন রোডের উপর একটি বিয়েবাড়ি ভাড়া করে বিবাহ আসর বসেছিল। পাত্রী অর্পিতা সেখানকারই মেয়ে। ঢিল ছোঁড়া দূরত্বে তাঁর পৈতৃকবাড়ি। লাল বেনারসিতে সেজে উঠেছিলেন তিনি।

বাগুইআটির মেইন রোডের উপর একটি বিয়েবাড়ি ভাড়া করে বিবাহ আসর বসেছিল। পাত্রী অর্পিতা সেখানকারই মেয়ে। ঢিল ছোঁড়া দূরত্বে তাঁর পৈতৃকবাড়ি। লাল বেনারসিতে সেজে উঠেছিলেন তিনি।

4 / 8
আর স্বর্ণদীপ্ত! তিনিও সাবেকি লাল পঞ্জাবী, ধুতিতে টোপর মাথায় এসেছিলেন বিয়ে করতে। বিয়েতে বসেছিল চাঁদের হাট। পাত্র-পাত্রী যেহেতু দু'জনেই সিরিয়াল অভিনেতা, তাই টেলিপাড়ার তারকারা এসেছিলেন সেখানে।

আর স্বর্ণদীপ্ত! তিনিও সাবেকি লাল পঞ্জাবী, ধুতিতে টোপর মাথায় এসেছিলেন বিয়ে করতে। বিয়েতে বসেছিল চাঁদের হাট। পাত্র-পাত্রী যেহেতু দু'জনেই সিরিয়াল অভিনেতা, তাই টেলিপাড়ার তারকারা এসেছিলেন সেখানে।

5 / 8
সাদা লেহঙ্গা পরে আলো কেড়ে নিয়েছিলেন অপরাজিতা আঢ্য। পর্দার বড় ছেলের বিয়ে বলে কথা। তিনি সাজবেন না হতেই পারে না। কেবল বিয়েতে আসা নয়। বিয়ের কাজও করেছেন সক্কলের প্রিয় 'অপাদি'।

সাদা লেহঙ্গা পরে আলো কেড়ে নিয়েছিলেন অপরাজিতা আঢ্য। পর্দার বড় ছেলের বিয়ে বলে কথা। তিনি সাজবেন না হতেই পারে না। কেবল বিয়েতে আসা নয়। বিয়ের কাজও করেছেন সক্কলের প্রিয় 'অপাদি'।

6 / 8
পর্দার ছেলে এবং বউমা বাস্তবেও বিয়ে করছেন দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন তিনি। বলেছেন, "শুটিংয়ের সময় জানতাম ওরা প্রেম করছে। এটাও জানতাম এই বিয়েটা হবেই... এই বিয়েতে আমি না থেকে পারি... ওরা তো আমারই ছেলেমেয়ে।"

পর্দার ছেলে এবং বউমা বাস্তবেও বিয়ে করছেন দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন তিনি। বলেছেন, "শুটিংয়ের সময় জানতাম ওরা প্রেম করছে। এটাও জানতাম এই বিয়েটা হবেই... এই বিয়েতে আমি না থেকে পারি... ওরা তো আমারই ছেলেমেয়ে।"

7 / 8
২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের কারণে ছুটি নিয়েছে স্বর্ণদীপ্ত এবং অর্পিতা। আগে থেকে ব্যাকিং করেছিলেন। খুব খাটুনিও হয়েছে বাড়তি সময় শুটিং করে। স্বর্ণদীপ্ত বলেছেন, "এখন ইন্ডাস্ট্রিতে আমাদের মতো কেউ একসপ্তাহ ধরে বিয়ে করে না..."

২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়ের কারণে ছুটি নিয়েছে স্বর্ণদীপ্ত এবং অর্পিতা। আগে থেকে ব্যাকিং করেছিলেন। খুব খাটুনিও হয়েছে বাড়তি সময় শুটিং করে। স্বর্ণদীপ্ত বলেছেন, "এখন ইন্ডাস্ট্রিতে আমাদের মতো কেউ একসপ্তাহ ধরে বিয়ে করে না..."

8 / 8
অন্যদিকে লাজুক কনে অর্পিতার এটা ড্রিম বিয়ে। ঠিক যেভাবে আটপৌরে বাঙালি বিয়ে করতে চেয়েছিলেন তিনি। আজ ২৮ নভেম্বর, বাগুইয়াটির মেয়ে আসবে সেলিমপুরে শ্বশুরঘর করতে। চোখের কোণে তাই সকাল থেকেই আনন্দের অশ্রুবিন্দু। TV9 বাংলা জানায় শুভ কামনা।

অন্যদিকে লাজুক কনে অর্পিতার এটা ড্রিম বিয়ে। ঠিক যেভাবে আটপৌরে বাঙালি বিয়ে করতে চেয়েছিলেন তিনি। আজ ২৮ নভেম্বর, বাগুইয়াটির মেয়ে আসবে সেলিমপুরে শ্বশুরঘর করতে। চোখের কোণে তাই সকাল থেকেই আনন্দের অশ্রুবিন্দু। TV9 বাংলা জানায় শুভ কামনা।

Next Photo Gallery