Sandakphu Snowfall: শীতের বিদায়ে ‘জমে’ গিয়েছে দার্জিলিং, দেখুন ছবিতে…

Dhanraj Ghising | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 19, 2023 | 3:17 PM

Sandakphu Snowfall:

1 / 6
যেদিকে তাকানো যাচ্ছে শুধু সাদা বরফ। এ দিক-ও দিক সব পাশেই জমে রয়েছে বরফ। চলছে তুষারপাত। মরশুমের শেষ বেলায় ফের তুষারপাত সান্দাকফুতে।  রবিবার সকাল থেকে তুষারপাত চলছে সেখানে।

যেদিকে তাকানো যাচ্ছে শুধু সাদা বরফ। এ দিক-ও দিক সব পাশেই জমে রয়েছে বরফ। চলছে তুষারপাত। মরশুমের শেষ বেলায় ফের তুষারপাত সান্দাকফুতে। রবিবার সকাল থেকে তুষারপাত চলছে সেখানে।

2 / 6
পুরো এলাকাই ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। গোটা সাঙ্গালিলাল জাতীয় উদ্যানে চলছে তুষারাপাত। এর জেরে কিছুটা হলেও থমকে গিয়েছে জনজীবন।

পুরো এলাকাই ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। গোটা সাঙ্গালিলাল জাতীয় উদ্যানে চলছে তুষারাপাত। এর জেরে কিছুটা হলেও থমকে গিয়েছে জনজীবন।

3 / 6
তবে তুষারাপাত হলেও খুশি পর্যটকরা। এলাকায় অবস্থিত বাড়িগুলির মাথায় পড়েছে সাদা বরফের আস্তরন। এতটাই শীতল পরিস্থিতি সেখানে বাড়ি থেকে বেরনো দায়। কাঠের বাড়িগুলির ছাদগুলি ঢাকা পড়েছে বরফে।

তবে তুষারাপাত হলেও খুশি পর্যটকরা। এলাকায় অবস্থিত বাড়িগুলির মাথায় পড়েছে সাদা বরফের আস্তরন। এতটাই শীতল পরিস্থিতি সেখানে বাড়ি থেকে বেরনো দায়। কাঠের বাড়িগুলির ছাদগুলি ঢাকা পড়েছে বরফে।

4 / 6
এ দিকে, রাস্তাতে বরফ পড়ায় থমকে রয়েছে যানচলাচল। এমনকী গাড়িগুলির মাথায়ও বরফ পড়ে তা জমে গিয়েছে। বিগত দু'দিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলছে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ে একটানা বৃষ্টি হচ্ছে। তবে আবহবিদদের মতে, এই বৃষ্টি চা চাষের জন্য উপকারী।

এ দিকে, রাস্তাতে বরফ পড়ায় থমকে রয়েছে যানচলাচল। এমনকী গাড়িগুলির মাথায়ও বরফ পড়ে তা জমে গিয়েছে। বিগত দু'দিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলছে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ে একটানা বৃষ্টি হচ্ছে। তবে আবহবিদদের মতে, এই বৃষ্টি চা চাষের জন্য উপকারী।

5 / 6
হাওয়া অফিস সূত্রে খবর, এখনই বৃষ্টি থামছে না উত্তরবঙ্গে। আগামী আরও দু'দিন বৃষ্টি হবে। একই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে। কুড়ি একুশ তারিখে পাহাড়ি এলাকা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে।

হাওয়া অফিস সূত্রে খবর, এখনই বৃষ্টি থামছে না উত্তরবঙ্গে। আগামী আরও দু'দিন বৃষ্টি হবে। একই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে। কুড়ি একুশ তারিখে পাহাড়ি এলাকা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে।

6 / 6
পাহাড় বরাবরই টানে পর্যটকদের। তুষারপাত দেখার জন্য আগ্রহে বসে থাকে পর্যটকরা। কয়েকদিন আগে সিকিমে তুষারপাত হয়। দার্জিলিঙের সান্দাকফুতেও হয়েছিল। এরপর রবিবার সকাল থেকেও সান্দাকফুতে তুষারপাত দেখে খুশি পর্যটকরা

পাহাড় বরাবরই টানে পর্যটকদের। তুষারপাত দেখার জন্য আগ্রহে বসে থাকে পর্যটকরা। কয়েকদিন আগে সিকিমে তুষারপাত হয়। দার্জিলিঙের সান্দাকফুতেও হয়েছিল। এরপর রবিবার সকাল থেকেও সান্দাকফুতে তুষারপাত দেখে খুশি পর্যটকরা

Next Photo Gallery