4 / 6
এ দিকে, রাস্তাতে বরফ পড়ায় থমকে রয়েছে যানচলাচল। এমনকী গাড়িগুলির মাথায়ও বরফ পড়ে তা জমে গিয়েছে। বিগত দু'দিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলছে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ে একটানা বৃষ্টি হচ্ছে। তবে আবহবিদদের মতে, এই বৃষ্টি চা চাষের জন্য উপকারী।