
এই এইআই আর্টের আর্টিস্টের নাম জো জন মুলর। মিডজার্নির মতো এআই এমএস ধোনিকে বানিয়ে দিয়েছেন হলিউডের বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর আদলে। ধোনিকে বলা হয়েছে 'পাইরেটস অব চেন্নাই'। (ছবি: ইনস্টাগ্রাম)

চিনতে পারছেন ইনি কে? বিরাট কোহলিকে মিডজার্নি এআই বানিয়ে দিয়েছে ভাইকিং হিরো রাগনার লথব্রোক। এখানে বিরাট হলেন আরসিবি ভাইকিং। (ছবি: ইনস্টাগ্রাম)

মিডজার্নি এআইয়ের কাণ্ড কারখানা এখানেই শেষ নয়। রমজানের সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুবাইয়ের কোনও এক বাজারে খাবার তৈরিতে ব্যস্ত! (ছবি: ইনস্টাগ্রাম)

আর্টিস্ট নাম জো জন মুলরের আরও একটি এআই আর্টের কামাল। পথের ধারের ফুড স্টলের শেফ হয়ে গেলেন ডেভিড বেকহ্যাম। (ছবি: ইনস্টাগ্রাম)

মহেন্দ্র সিং ধোনিকে বয়স্ক হলে কেমন দেখতে লাগবে? দেখে নিন এআইয়ের কামাল। (ছবি: ইনস্টাগ্রাম)

সেই ধোনিরই ছেলেবেলার ছবি এঁকে দিয়েছে এআই। (ছবি: ইনস্টাগ্রাম)

Midjourney AI ব্যবহার করে বয়স্ক বিরাট কোহলির ছবি। (ছবি: ইনস্টাগ্রাম)

এআই নামক জাদুকাঠির ছোঁয়ায় কোহলি পৌঁছে গিয়েছেন ছেলেবেলায়।(ছবি: ইনস্টাগ্রাম)