মাঠে কাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন ‘ঠোঁটকাটা’ গম্ভীর?
Gautam Gambhir: গম্ভীরের উত্তাপ দেখতে অভ্যস্ত ভারতীয় ক্রিকেট। খেলা ছাড়ার পর মেন্টর হিসেবে থাকাকালীনও ঝামেলার জড়াতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি বিভিন্ন মন্তব্য করে আলোচোনায় উঠে এসেছেন তিনি। এই আবহে জেনে নিন কোন কোন তারকার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি।
1 / 8
ভারতীয় ক্রিকেটে তিনি ঠোঁটকাটা নামেই পরিচিত। স্পষ্ট কথা বলতেই ভালোবাসেন তিনি। আর তাতে বেশ কয়েকবার অন্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। ম্যাচ চলাকালীন মেজাজ হারাতেও দেখা গিয়েছে গম্ভীরকে। মাঠে গৌতি থাকা মানে পরিস্থিতি উত্তপ্ত সবসময়ই। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
গম্ভীরের উত্তাপ দেখতে অভ্যস্ত ভারতীয় ক্রিকেট। খেলা ছাড়ার পর মেন্টর হিসেবে থাকাকালীনও ঝামেলার জড়াতে দেখা গিয়েছে তাঁকে।(ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
সম্প্রতিও বিভিন্ন মন্তব্য করে আলোচোনায় উঠে এসেছেন তিনি। এই আবহে জেনে নিন কোন কোন তারকার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
বিরাট কোহলির সঙ্গে শুরু থেকেই সম্পর্ক ভালো নয় গম্ভীরের। আইপিএল ম্যাচ চলাকালীন কোহলির সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
খেলা ছাড়ার পর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গম্ভীর। তখনও বিরাটের সঙ্গে বচসা হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
লখনউ বনাম বেঙ্গালোরের ম্যচ চলাকালীন আফগান পেসার নবীন উল হকের সঙ্গে ঝামেলা বাঁধে বিরাটের। সেই ঝামেলায় ঢুকে পড়েন গম্ভীরও। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
শুধু বিরাটই নন। মনোজ তিওয়ারির সঙ্গেও ঝামেলা হয় তাঁর। রঞ্জি ট্রফির ম্যাচে মনোজের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাঁর। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
মনোজকে কড়া ভাষায় আক্রমণ করেন গম্ভীর। পাল্টা গৌতিকে আক্রমণ করেন মনোজও। ঝামেলার জল গড়ায় বহুদূর পর্যন্ত। (ছবি:সোশ্যাল মিডিয়া)