Nitish Rana: জন্মদিনে শপথ, কেকেআরকে কী কী দিতে চান নীতীশ রানা?
Nitish Rana KKR: এ বার শ্রেয়স ফিরতে তাঁর হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন গৌতম গম্ভীর। শ্রেয়সের ডেপুটি থাকছেন নীতীশ। মেন্টর হিসেবে গম্ভীরকো পেয়ে আবেগে ভাসতে দেখা গিয়েছিল নীতীশকে। তাঁর পছন্দের তালিকায় বরাবর ছিলেন গম্ভীর।
1 / 8
ক্যালেন্ডারের পাতা ওল্টালো। ৩০ বছরে পা দিলেন ভারতীয় অলরাউন্ডার নীতীশ রানা। ঘরোয়া ক্রিকেট থেকে উত্থান নীতীশের। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
এরপর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
২০১৬ ও ২০১৭ পরপর দুই মরসুম মুম্বইয়ের হয়ে খেলার পর যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। ২০১৮ সালে কেকেআরের সঙ্গে রয়েছেন নীতীশ। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
নতুন বছরের আইপিএলের জন্যও তাঁকে রিটেইন করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে শ্রেয়স আইসারের চোট থাকার কারণে তাঁর পরিবর্তে কেকেআরকে নেতৃত্ব দেন নীতীশ। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
তবে এ বার শ্রেয়স ফিরতে তাঁর হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন গৌতম গম্ভীর। শ্রেয়সের ডেপুটি থাকছেন নীতীশ। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
মেন্টর হিসেবে গম্ভীরকো পেয়ে আবেগে ভাসতে দেখা গিয়েছিল নীতীশকে। তাঁর পছন্দের তালিকায় বরাবর ছিলেন গম্ভীর। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
এ বার গৌতিকে মেন্টর হিসেবে পেয়ে নীতীশ বলেন, "ছোটবেলায় যখন ক্রিকেট দেখা শুরু করি,তখন কখনও ভাবতেই পারিনি যে এই দিনটা আসবে। আমার আইডলের সঙ্গে এক জার্সি পরে মাঠে ভাগ করে নেওয়ার সুযোগ পাব।"(ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
আরও যোগ করেন, "ওঁকে মেন্টর হিসাবে পাওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ওঁর নেতৃত্বেই সাফল্য পেয়েছিল কেকেআর। ওঁর ছত্রছায়ায় থাকার জন্য মুখিয়ে আছি। একটা সুন্দর সফরের শুরু হতে চলেছে। বেগুনি জার্সিতে নিজেকে উজার করে দেবো।" (ছবি:সোশ্যাল মিডিয়া)