সদ্য কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি এসেছে লাল-হলুদ তাঁবুতে। সেলিব্রেশন পর্ব এখনও চলছে। ছবি: ইস্টবেঙ্গল
একই সঙ্গে মেয়েদের জাতীয় লিগে খেলছে ইস্টবেঙ্গলের মহিলা দল। যদিও তাঁদের পারফরম্যান্স ধারাবাহিক ভালো হচ্ছে না। ছবি: ইস্টবেঙ্গল
লিগে এখনও অবধি একটিই জয়। মহিলা দলে অভিষেক হল ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলারের। ওডিশা স্পোর্টসের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল
ঘরের মাঠে গত ম্যাচে গোকুলম কেরালার কাছে বড় ব্যবধানে হেরেছিল ইস্টবেঙ্গল। এ দিন ঘরের মাঠে অন্তত এক পয়েন্ট নেওয়াটাও ভালো বলা যায়। ছবি: ইস্টবেঙ্গল
ময়দানের প্রথম বিদেশি মহিলা ফুটবলার হিসেবে লাল-হলুদে সই করেছেন বাংলাদেশের সানজিদা আখতার। পেশাদার ফুটবলে অভিষেক হল সানজিদার। ছবি: ইস্টবেঙ্গল
কলকাতায় এসে একটি প্রীতি ম্যাচে গোল করেছিলেন। এ দিন ওডিশা স্পোর্টসের বিরুদ্ধে অভিষেকেই নজর কাড়লেন ইস্টবেঙ্গলের ১০ নম্বর জার্সির প্লেয়ার। ছবি: ইস্টবেঙ্গল
ওডিশার বিরুদ্ধে পুরো ম্যাচে মাত্র ৪টি শট নিয়েছে ইস্টবেঙ্গল। এর মধ্যে দুটি শট সানজিদা আখতারের। প্রথম ম্যাচ থেকেই নজর কাড়ছেন। ছবি: ইস্টবেঙ্গল
দু-দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও স্কোরলাইন গোলশূন্যই থাকল। পুরো ম্যাচের আকর্ষণ হয়ে থাকলেন সানজিদাই। টিম হিসেবে আরও ভালো খেলতে পারলে, ইস্টবেঙ্গলের জয়ে ফেরা যেন সময়ের অপেক্ষা। ছবি: ইস্টবেঙ্গল