Bangla NewsPhoto gallerySports photos East Bengal Women's Team Share point with Odisha Sports, First Foreign Recruit Sanjida Akhter makes Debut in IWL, check Photos
East Bengal: ওডিশার বিরুদ্ধে ড্র; অভিষেকে কেমন খেললেন ইস্টবেঙ্গলের ‘প্রথম’ বিদেশি?
East Bengal vs Odisha Sports: সদ্য কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি এসেছে লাল-হলুদ তাঁবুতে। সেলিব্রেশন পর্ব এখনও চলছে। একই সঙ্গে মেয়েদের জাতীয় লিগে খেলছে ইস্টবেঙ্গলের মহিলা দল। যদিও তাঁদের পারফরম্যান্স ধারাবাহিক ভালো হচ্ছে না। লিগে এখনও অবধি একটিই জয়। মহিলা দলে অভিষেক হল ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলারের। ওডিশা স্পোর্টসের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল।