Bangla NewsPhoto gallerySports photos IFA Shield In Australia: East Bengal and Mohun Bagan Football Craze in Australia among Bengali people and Locals, See Photos
IFA Shield Australia: অস্ট্রেলিয়ায় আইএফএ শিল্ড! বিস্তারিত তথ্য রইল ছবিতে
East Bengal, Mohun Bagan In Australia: বাঙালির সব খেলার সেরা ফুটবল। আর ফুটবল মানেই আলাদা করে বলতে হয় মোহনবাগান, ইস্টবেঙ্গলের কথা। এই দুই ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের অন্যতম সেরা। কলকাতা ডার্বি এশিয়া এবং সারা বিশ্বেই পরিচিত। এর প্রধান কারণ দুই ক্লাবের বিপুল সমর্থন। বাঙালি প্রবাসে থাকলেও ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ভোলে না। নজর রাখে খেলার সব ফলে। অস্ট্রেলিয়ায় থাকা বাঙালিদের মধ্যে এই দুই ক্লাবকে জিইয়ে রাখার লক্ষ্যে আইএফএ শিল্ড।