
ভারতীয় ক্রিকেটে অস্বস্তির খবর। ভারতের এক ক্রিকেটারের বাবার সাত বছরের জেল ও ৭ লক্ষ টাকার জরিমানা। ছবি : TV9 Network

ঘরোয়া ক্রিকেটে অতি পরিচিত নাম নমন ওঝা। খেলেছেন দেশের জার্সিতেও। আইপিএলও মাতিয়েছেন প্রাক্তন কিপার-ব্যাটার। ছবি : TV9 Network

নমনের বাবা বিনয় ওঝার এই শাস্তি হয়েছে। স্বাভাবিক ভাবেই মাথায় হাত পরিবারের। কী কারণে এত বড় শাস্তি? ছবি : TV9 Network

দীর্ঘ ১১ বছর পর রায় দিয়েছে কোর্ট। বিনয় ওঝার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। অন্যায় পদ্ধতিতে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন। ছবি : TV9 Network

২০১৩ সালের ঘটনা। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রর জোলখেড়া ব্রাঞ্চ থেকে ১.২৫ কোটি টাকা তুলেছিলেন চার ব্যক্তি। এর মধ্যে ছিলেন বিনয় ওঝাও। প্রত্যেককেই সাত বছরের জেলের শাস্তি দিয়েছে কোর্ট। ছবি : TV9 Network

এই দুর্নীতির ঘটনায় গত এক বছর ধরেই গৃহবন্দি করে রাখা হয়েছিল বিনয় ওঝাকে। জোলখেড়া ব্রাঞ্চের ম্যানেজার অভিষেক রত্নম, বিনয় ওঝা এবং বাকিরা ভুয়ো পরিচয়পত্র এবং ছবি দিয়ে কিষাণ ক্রেডিট কার্ড বানিয়েছিলেন। ছবি : TV9 Network

সে সময় প্রায় ১.২৫ কোটি টাকা তুলেছিলেন তাঁরা। এই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক রত্নম। ব্যাঙ্কের অন্য আধিকারিকদের পাসওয়ার্ডের অন্যায় ব্যবহার করে এই ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। মাস্টার মাইন্ড অভিষেক রত্ননের ১০ বছরের জেল এবং ৮০ লক্ষ টাকার জরিমানা হয়েছে। বিনয় ওঝা সহ বাদিকের ৭ বছরের জেল। ছবি : TV9 Network

ভারতের কিপার ব্যাটার নমন ওঝা ২০২১ সালে অবসর নেন। দেশের জার্সিতে ১টি করে টেস্ট ও ওয়ান ডে খেলেছেন। দুটি টি-টোয়েন্টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছেন নমন। ছবি: Naveen Jora/IT Group via Getty Images